লকডাউনে হাজির উৎসবের মরসুম, বৈশাখীতে শুভেচ্ছাবার্তা অমিতাভের

Published : Apr 14, 2020, 03:18 PM IST
লকডাউনে হাজির উৎসবের মরসুম, বৈশাখীতে শুভেচ্ছাবার্তা অমিতাভের

সংক্ষিপ্ত

লকডাউনে একাধিক উৎসবের হাতছানি বৈশাখীতে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন নিজের সিমেনার দৃশ্য শেয়ার করলেন বিগ বি মুহুর্তে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

লকডাউনের মাঝেই উৎসবের মরসুম। বেশ কয়েকটি রাজ্যে নববর্ষের আমেজ। বৈশাখীতেও মেতে উঠেছেন গৃহবন্দি মানুষেরা। আর সেই উৎসবের মরসুমেই শুভেচ্ছাবার্তা দিলেন অমিতাভ বচ্চন। বরাবরই তিনি নেট দুনিয়ায় সচল। কোয়ারেন্টাইনে থেকেই প্রতিদিন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সচল রয়েছেন অমিতাভ বচ্চন। সেখান থেকেই প্রতি নিয়ত শেয়ার করে থাকে বার্তা। বৈশাখীও বাদ পড়ল না।
 
আরও পড়ুন-লাল-হলুদেই 'গেঁন্দাফুল' চ্যালেঞ্জ, ঝুমা বউদির শরীরী হিল্লোলে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ইন্টাগ্রামে একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান বিগ বি। নিজের সিনেমার একটি ফ্রেম শেয়ার করলেন, সেখানেই দেখা গেল তাঁকে সাবেকি পোশাকে। হাতে রয়েছে একটি রুমাল। সেই ছবি দিয়েই জানালেন অভিনন্দন। অমিতাভ বরাবরই নেট দুনিয়ায় সচল। করোনা দিয়ে একাধিক সতর্কতাবাণী শেয়ার করেছেন তিনি। কখনও পুরোনো ছবি, কখনও আবার সামনে আসে পারিবারিক স্মৃতি।


দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। সংখ্যা ছাড়িয়েছে দশ হাজার। একের পর এক খবর সামনে উঠে আসতে থাকে মৃত্যুর। দেশকে বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে কোনও পার্বণই আজ পালনের পরিস্থিতি নেই। ঘরে বসে নিজেদের মধ্যে, পারিবারিকভাবেই উপভোগ করতে হবে এই উৎসবের দিন। সেই আবেদনই জানালেন তারকারা। 
 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী