লকডাউনের মাঝেই উৎসবের মরসুম। বেশ কয়েকটি রাজ্যে নববর্ষের আমেজ। বৈশাখীতেও মেতে উঠেছেন গৃহবন্দি মানুষেরা। আর সেই উৎসবের মরসুমেই শুভেচ্ছাবার্তা দিলেন অমিতাভ বচ্চন। বরাবরই তিনি নেট দুনিয়ায় সচল। কোয়ারেন্টাইনে থেকেই প্রতিদিন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সচল রয়েছেন অমিতাভ বচ্চন। সেখান থেকেই প্রতি নিয়ত শেয়ার করে থাকে বার্তা। বৈশাখীও বাদ পড়ল না।
ইন্টাগ্রামে একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান বিগ বি। নিজের সিনেমার একটি ফ্রেম শেয়ার করলেন, সেখানেই দেখা গেল তাঁকে সাবেকি পোশাকে। হাতে রয়েছে একটি রুমাল। সেই ছবি দিয়েই জানালেন অভিনন্দন। অমিতাভ বরাবরই নেট দুনিয়ায় সচল। করোনা দিয়ে একাধিক সতর্কতাবাণী শেয়ার করেছেন তিনি। কখনও পুরোনো ছবি, কখনও আবার সামনে আসে পারিবারিক স্মৃতি।
দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। সংখ্যা ছাড়িয়েছে দশ হাজার। একের পর এক খবর সামনে উঠে আসতে থাকে মৃত্যুর। দেশকে বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে কোনও পার্বণই আজ পালনের পরিস্থিতি নেই। ঘরে বসে নিজেদের মধ্যে, পারিবারিকভাবেই উপভোগ করতে হবে এই উৎসবের দিন। সেই আবেদনই জানালেন তারকারা।