Ankita-Vicky Reception : তবে কি অনুষ্কাকে নকল করলেন অঙ্কিতা, লাল বেনারসিতে নববধূকে দেখে উঠল প্রশ্ন

প্রেমিক ভিকি জৈনর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন অঙ্কিতা লোখান্ডে । এ যেন রূপকথার চেয়ে কিছু কম নয়। রাজকীয় বিয়ের পর রিসেপশন পার্টিতে তাক লাগালেন অঙ্কিতা লোখান্ডে। তবে রিসেপশনের লাল বেনারসি লুকে অঙ্কিতাকে দেখে নেটিজেনরা অনেকেই  বলতে শুরু করেছেন তবে কি অনুষ্কা শর্মাকে  নকল করলেন অঙ্কিতা লোখান্ডে। 

প্রেমিক ভিকির (Vicky Jain) সঙ্গে পবিত্র বন্ধনে বাঁধা পড়লেন অঙ্কিতা লোখান্ডে ( Ankita lokhande) । মঙ্গলবার মুম্বইয়ের পাঁচতারা হোটেলেই বসেছিল  (Ankita lokhande) অঙ্কিতা - ভিকির (Vicky Jain) বিয়ের  আসর। অবশেষে পরিণতি পেল তিন বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক। প্রেমিক ভিকি জৈনর  (Vicky Jain) সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন অঙ্কিতা লোখান্ডে ( Ankita lokhande)। এ যেন রূপকথার চেয়ে কিছু কম নয়। রাজকীয় বিয়ের পর রিসেপশন পার্টিতে তাক লাগালেন অঙ্কিতা লোখান্ডে। 

 

Latest Videos

 

বিয়েতে রূপকথার রাজকন্যা রূপে ধরা দিয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে (Ankita lokhande)। মনীশ মলহোত্রার সোনালি ভারী কাজের লেহেঙ্গায় নববধূ অঙ্কিতাকে দেখে চোখ ফেরানো দায়। বিয়ের চিরাচরিত লাল নয়, বরং সোনালি রঙের লেহেঙ্গা, তার সঙ্গে মানানসই গয়না, মাথায়  সুবিশাল ওড়না পরেই রাজকুমারীর মতো বিয়ের মন্ডপে উপস্থিত হয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে (Ankita lokhande)। এবার বিয়ের পর্ব মিটতে না মিটতেই রিসেপশনের ঝলমলে পোশাকে পার্টিতে যোগ দেন নতুন বর ও কনে। পরনে লাল বেনারসি, ভারী গয়না, সিঁথিতে চওড়া সিঁদুর পরে স্বামীর পাশে ছবিতে পোজ দিলেন অঙ্কিতা। অন্যদিকে কালো শেরওয়ানিতে সাজলেন ভিকি জৈন।

 

 

প্রাক বিবাহের অনুষ্ঠান থেকে বিয়ে , রিসেপশন সবেতেই ঝলমলে পোশাকে নজর কেড়েছেন অঙ্কিতা লোখান্ডে। তবে রিসেপশনের লাল বেনারসি লুকে অঙ্কিতাকে দেখে নেটিজেনরা অনেকেই  বলতে শুরু করেছেন তবে কি অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) নকল করলেন অঙ্কিতা লোখান্ডে(Ankita lokhande)। এদিন ভিকি-অঙ্কিতার রিসেপশনে মুম্বইয়ের গোটা টেলিভিশন জগতের উপস্থিতি  লক্ষ্য করা গেছে। অঙ্কিতা - ভিকির রিসেপশনে পৌঁছেছিল পবিত্র রিস্তার গোটা টিম।  পবিত্র পুনিয়া, এজাজ খান, আশা নেগি, করণবীর বোহরা, অনিতা হাসনন্দানি, হিতেন তেজওয়ানি, গৌরী তেজওয়ানি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সকলেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

আরও পড়ুন-Sara Ali Khan : কালো লেহেঙ্গায় Dancing Doll সারা, ছবির প্রচারে ঘুম উড়ালেন ব্ল্যাক বিউটি

আরও পড়ুন-Katrina-Vicky Wedding: একমাথা সিঁদুর, বধূসাজে কমলি গার্ল, গোপনে কি সেরে এলেন হানিমুন

আরও পড়ুন - IUrfi Javed : অনাবৃত উরুর খাঁজ, অন্তর্বাস ছাড়াই হট পোজ, প্রিয়ঙ্কাকে নকল করতেই TROLLED উরফি

 

মালাবদল থেকে সাতপাক, বিয়ের অসাধারণ কিছু মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজেকে মিসেস জৈন বলেছেন অঙ্কিতা লোখান্ডে। ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, 'ভালবাসা হল একটা অধ্যাবসায়, কিন্তু আমাদের মধ্যে সেটা নেই...সারপ্রাইজ। আজ থেকে আমরা অফিসিয়্যালি মিস্টার অ্যান্ড মিসেস জৈন হলাম।' খুল্লামখুল্লা প্রেম থেকে বিয়ে। রাজকীয় বিয়েতে কোনও রকমের গোপনীয়তা না পসন্দ অঙ্কিতার। নিজের জীবনের সবচেয়ে আনন্দের প্রতিটা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভিকি ও অঙ্কিতা । সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সংসার পাতার ইচ্ছা থাকলেও সেই স্বপ্ন অধরাই থেকে গেল অঙ্কিতার ( Ankita lokhande) । ২০১৬ সালেই ভেঙে গিয়েছিল সুশান্ত-অঙ্কিতার সম্পর্ক। ব্রেকআপের পর এই ভিকিই (Vicky Jain) আগলে রেখেছিলেন অঙ্কিতাকে।  দীর্ঘ ৩ বছর সম্পর্কের পর অবশেষে পরিণতি পেল তাদের সম্পর্ক। ২০১৭ সালে একে অপরকে ডেট করছেন ( Ankita lokhande) অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন। তবে প্রাক্তনের স্মৃতি আঁকড়েই এবার সারাজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন (Vicky Jain) ভিকি জৈন ও অঙ্কিতা লোখান্ডে। 


 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia