বদলে গেল ছবি মুক্তির দিন, নিজেই জানালেন তাপসী

Published : Dec 17, 2019, 09:45 AM ISTUpdated : Dec 17, 2019, 10:23 AM IST
বদলে গেল ছবি মুক্তির দিন, নিজেই জানালেন তাপসী

সংক্ষিপ্ত

মুল্ক ছবির পর ফের একসঙ্গে তাপসী-অনুভব তাপসী পান্নু  ট্যুইটে জানিয়েছেন ছবির মুক্তির দিন এগিয়ে আনা হয়েছে ২০২০ সালে ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে থপ্পড় অনুভবের ট্যুইটটি প্রকাশ্যে আসা মাত্রই জোর চর্চা শুরু হয়েছে বি- টাউনের অন্দরে

'মুল্ক' ছবির পর ফের একসঙ্গে তাপসী-অনুভব। শেষবারের মতোন পরিচালক অনুভব সিনহার 'মুল্ক' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। ফের আবারও একসঙ্গে দেখা যাবে তাপসী-অনুভবকে। ছবির নাম 'থপ্পড়'।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক, সমালোচনার মুখে অক্ষয়-শাহরুখ...

সম্প্রতি তাপসী পান্নু একটি ট্যুইট করে জানিয়েছেন, ছবির মুক্তির দিন এগিয়ে আনা হয়েছে।  ২০২০ সালে ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।

 

কিন্তু ট্যুইট করার কিছুক্ষণের মধ্যেই তাপসীর এই ট্যুইটের রি-ট্যুইট করে অনুভব জানান, ছবি মুক্তির নতুন তারিখ সম্পর্কে তার কোনও ধারণাই ছিল না। এমনকী কেই তাকে নাকি জানানোর প্রয়োজন মনে করেনি।

 

অনুভবের ট্যুইটটি প্রকাশ্যে আসা মাত্রই এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বি- টাউনের অন্দরে। কেউ কেউ বলছেন তাহলে কি পরিচালককে অন্ধকারে রেখেই ছবি মুক্তির দিন ঘোষণা করলেন অভিনেত্রী।  এর আগে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ৬ মার্চ। তখন একটি সাক্ষাৎকারে তাপসী জানিয়েছিলেন, বিশ্ব নারী দিবসের দিন এই ছবি মুক্তি পাক এমনটাই চান অভিনেত্রী। 

PREV
click me!

Recommended Stories

৮৩ বছর বয়সে ১৫ ঘণ্টা কাজ! বিগ বি-র এনার্জি দেখে চমকে গেলেন দর্শকেরা
কেন ভেঙেছিল অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক? দীর্ঘদিন পর প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য