বিরুষ্কার ঘড়ির কাঁটায় এখন কেবল টিক-টক, টিক-টক, শেষ মুহূর্তে চেকআপ করিয়ে মায়ের কাছে অনুষ্কা

Published : Jan 07, 2021, 09:38 AM IST
বিরুষ্কার ঘড়ির কাঁটায় এখন কেবল টিক-টক, টিক-টক, শেষ মুহূর্তে চেকআপ করিয়ে মায়ের কাছে অনুষ্কা

সংক্ষিপ্ত

শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে  হাতে গোনা আর এক দুটো দিন বাকি ডাক্তার দেখিয়ে মায়ের কাছে গেলেন অনুষ্কা  মুহূর্তে ভাইরাল ভিডিও 

হাতে মাত্র আর কয়েকটা দিন। এখন পলক গুণছেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা। এক দুদিনের মধ্যেই মিলতে পারে সুখবর। শেষ মুহূর্তে ডাক্তারের কাছে হাজির বিরাট ঘরণী। ডাক্তার দেখিয়েই সোজা মায়ের কাছে চলে গেলেন অনুষ্কা। সঙ্গে ছিলেন বিরাট কোহলিও। ম্যাচের মাঝেই ছুটি নিয়ে স্ত্রীর কাছে ফিরেছিলেন তিনি। বর্তমানে রয়েছেন তিন মাসের ছুটিতে। 

আরও পড়ুন- সাদা ব্রা-লেটে ঠিকরে বেরোচ্ছে শরীরী জাদু,সেক্সি ফিগারের ভাঁজে উষ্ণতা ছড়াচ্ছেন বঙ্গতনয়া দর্শনা

ডেলিভারির আর বেশি দিন নেই। তাই বর্তমানে মায়ের কাছে থাকার সিদ্ধান্তই নিলেন অনুষ্কা। বুধবার ডাক্তার দেখিয়ে বেড়িয়েছিলেন তিনি। সেখানেই ফ্রেমবন্দী অনুষ্কা। বরাবরই নিজের শরীর নিয়ে সচেতন অনুষ্কা। অন্তঃসত্ত্বা অবস্থায় রীতিমত যোগা করে ডায়েট মেনেই মেনটেইন করেছেন তিনি। কোনও খামতি রাখতে নারাজ অনুষ্কা। একাধিকবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। 

 

 

সাদা শার্ট ও ব্ল্যাক প্যান্টেই ধরা দিলেন অনুষ্কা। মুখে হাসি, ডাক্তার দেখিয়ে বেড়িয়েই কালো ল্যান্ডরভারে চড়ে বসলেন তিনি। সেখান থেকেই পাড়ি দিলেন মায়ের কাছে। মুহূর্তে ছড়িয়ে পড়ল সেই ছবি। ভালোই আছেন তিনি। এখন কেবল নতুন সদস্য আসার অপেক্ষা। সেই লক্ষ্যেই দিন গুণছে এই জুটি। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

ধুরন্ধর ২-এ ফিরছেন অক্ষয় খান্না! মারা গিয়েও দ্বিতীয় পর্বে কীভাবে ফিরছেন 'রহমান বালোচ'?
অন্ধকার জগতের কাহিনি নিয়ে আসছে ভূমির এই নতুন সিরিজ, মুক্তি পেল 'Daldal'-র টিজার