গ্রাম বাংলার ছোঁয়া অনুষ্কার হেঁশেলেও, গরমে পান্তাভাতে মজেছেন বিরাট-পত্নীও

শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে অনুষ্কা আবার পান্তাভাত! এটা কখনও হতে পারে না? হ্যাঁ এটাই হয়েছে। এখন পান্তাভাত খাচ্ছেন তিনি। আর নিজের ইনস্টা স্টোরিতে সেকথা জানিয়েছেন তিনি। পান্তা ভাত খাচ্ছেন বিরাট কোহলির বউ! সত্যি তো অভিনেত্রীর হল কী! ডায়েট ভুলে বাঙালির প্রিয় পান্তাতে কেন মন মজল তাঁর!

রাস্তায় বের হলেই পুড়ে যাচ্ছে গা। বেলার দিকে বাইরে বের হতে গেলেই কেমন যেন ভয় করে। আর এই তীব্র গরমের হাত থেকে বাঁচতে সাহায্য করে পান্তাভাত। তাই গরমের দিনে অনেকেই পান্তাভাতের উপর ভরসা করে থাকেন। তবে শুধুমাত্র গ্রামের দিকের মানুষই নন, শহরের অনেকেই আবার গরমের দিনে এই খাবারই বেশি পছন্দ করেন। অবশ্য এখন পান্তাভাত আর বাংলার মধ্যেই সীমাবদ্ধ নেই। তা পৌঁছে গিয়েছে তারকাদের হেঁশেলেও। তীব্র গরমে এখন পান্তাভাতের উপর ভরসা করছেন অনুষ্কা শর্মাও। 

শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে অনুষ্কা আবার পান্তাভাত! এটা কখনও হতে পারে না? হ্যাঁ এটাই হয়েছে। এখন পান্তাভাত খাচ্ছেন তিনি। আর নিজের ইনস্টা স্টোরিতে সেকথা জানিয়েছেন তিনি। পান্তা ভাত খাচ্ছেন বিরাট কোহলির বউ! সত্যি তো অভিনেত্রীর হল কী! ডায়েট ভুলে বাঙালির প্রিয় পান্তাতে কেন মন মজল তাঁর!

Latest Videos

অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম স্টোরি

আসলে অনেকেই বলেন যে পান্তাভাত খেলে নাকি মোটা হয়ে যায়। শরীর ঠান্ডা হওয়ার পাশাপাশি এটি খেলে খুব ঘুমও পায়। তাই এই ভাতের সঙ্গে মোটা হওয়ার বিষয়টি যুক্ত রয়েছে। কিন্তু, হঠাৎ করে অনুষ্কা নিজের ডায়েট ভুলে এই পান্তাভাতে মজলেন কেন? সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে পান্তাভাতের ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে পান্তাভাতের সঙ্গে রয়েছে কাঁচা পেয়াজ, লঙ্কা, আলু ভর্তা, বড়া, বেগুন ভাজা। যা দেখে জিভে জল এসে যায়। আর এই ছবির ঠিক উপরের দিকে অনুষ্কা লিখেছেন 'পান্তাভাত'। 

আরও পড়ুন- ধুনকি সিনেমার হাত ধরে প্রথমবার একসঙ্গে শাহরুখ-রাজকুমার হিরানি, ঘোষণা হল মুক্তির তারিখ

আসলে ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন অনুষ্কা। মা হওয়ার পর এটাই তাঁর প্রথম কাজ। তাই এই ছবি করার আগে মনেপ্রাণে বাঙালি হয়ে উঠতে চান তিনি। সেই কারণেই এই গরমে পান্তাভাতকেই আপন করে নিয়েছেন বিরাট ঘরণী। 'চাকদহ এক্সপ্রেস'-এ ভারতীয় মহিলা ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর এই চরিত্রের জন্য বাংলাও শিখছেন তিনি। তাঁকে বাংলাতে কথা বলতেও দেখা গিয়েছে।  

আরও পড়ুন- রানুর কন্ঠে কাঁচা বাদাম, কনের সাজে গান গাইলেন রানাঘারের ভাইরাল শিল্পী রানু মন্ডল

ঝুলনের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে যে বড় প্রস্তুতি চলছে তা এই ছবি দেখেই স্পষ্ট। চাকদহের নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে ঝুলনের ভারতীয় মহিলা দলের অধিনায়ক হয়ে ওঠার গল্প সিনেমার চেয়ে কিছু কম নয়। সেই গল্পই এবার পর্দায় তুলে ধরবেন অনুষ্কা। আর তার জন্যই এবার পান্তাভাতের মতো খাবার বেছে নিয়েছেন তিনি। অনুষ্কাকে এভাবে বাঙালি খাবারে খেতে দেখে বেশ খুশি বাঙালি-অনুরাগীরা! 

আরও পড়ুন- নেট দুনিয়ায় ভাইরাল পূজা হেগড়ের বিকিনি শ্যুটের ছবি, এক ঝলকে দেখে নিন সেই সকল ছবি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar