জাতি বিদ্বেষের জেরে আইনি বিপাকে অনুষ্কা, নেপালিদের প্রতি অপমানজনক শব্দের ব্যবহার 'পাতাল লোক'-এ

Published : May 22, 2020, 11:11 PM ISTUpdated : May 23, 2020, 12:04 AM IST
জাতি বিদ্বেষের জেরে আইনি বিপাকে অনুষ্কা, নেপালিদের প্রতি অপমানজনক শব্দের ব্যবহার 'পাতাল লোক'-এ

সংক্ষিপ্ত

জাতি বিদ্বেষী শব্দ ব্যবহৃত অনুষ্কা শর্মার 'পাতাল লোক' আইনজীবি গিল্ডের সদস্য বীরেন শ্রী গুরুং পাঠালেন আইনি নোটিশ পাতাল লোকের সংলাপে এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে যা নেপালি সম্প্রদায়ের কাছে অপমানজনক অনুষ্কার জবাবের জন্য অপেক্ষআ করছেন গুরুং   

'পাতাল লোক'র প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। অথচ বারে বারে সমস্যার সম্মুখীন হয়ে চলেছে এই ওয়েব সিরিজ। হিন্দুদের প্রতি ঘৃণা, আতঙ্ক ছড়ানো হচ্ছে। এই অভিযোগের পরই এবার জাতি বিদ্বেষ নিয়ে তীর বিঁধল অনুষ্কাকে। সিরিজটির সংলাপে নেপালি সম্প্রদায়ের প্রতি অপমানজনক শব্দ ব্যবহৃত হয়েছে। যা নিয়ে আইনজীবি গিল্ডের সদস্য বীরেন শ্রী গুরুং অনুষ্কাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। একটি দৃশ্যে একজন মহিলা পুলিশ অফিসার এক নেপালি চরিত্রের প্রতি জাতিবিদ্বেষী মন্তব্য করেন বলে অভিযোগ জানিয়েছেন বীরেন শ্রী গুরুং।

আরও পড়ুনঃপ্রয়াত অভিনেতা ইরফান খান-ঋষি কাপুরকে নিয়ে কুমন্তব্য, এফআইআর রেজিস্টার কমল আর খানের বিরুদ্ধে

দৃশ্যটিতে সাবটাইটেল সরিয়ে সেই শব্দটিকে মিউট করার দাবি জানিয়েছে গোরখা সম্প্রদায়ও। 'পাতাল লোক'র প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। এতদিন এমনই দৃশ্য ছিল চারিদিকে। হঠাৎই শুরু হল রঙবদলের খেলা। ঘুরে গেল টেবিল। সিরিজটি নিয়ে ইতিমধ্যেই একাংশ নেটিজেন জানিয়েছে ব্যান করার দাবি। তাদের দাবি হিন্দুফোবিয়া ছড়াচ্ছে সিরিজটি। সিরিজে হিন্দুদের ভিলেন দেখিয়ে হিন্দু ধর্মের বিরুদ্ধে করছে দর্শকদের। অঙ্কুর সিং নামক এক ব্যক্তি ট্যুইট করে লেখেন, যেখানে বাস্তব জীবনে ভিলেন হল কিছু মুসলিম, যেমন আবু সালেম। সেখানে সিরিজগুলিতে দেখানো হচ্ছে হিন্দুদের ভিলেন হিসেবে প্রতিবার দেখানো হয়। 

আরও পড়ুনঃবাংলার বিধ্বংসী আমফান নিয়ে নেই কোনও মিডিয়া কভারেজ, গর্জে উঠেলন করিনা

সিরিজে অভিনয় করেছেন নীরজ কবি, গুল পনাগ, জয়দীপ আলাওয়াট, অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, অনিন্দিতা বসু। রহস্যে মোড়া গ্রিটি ক্রাইম থ্রিলার। তবে কি ক্রাইম থ্রিলার নিয়েই তৈরি গোটা চিত্রনাট্য নাকি আপনাকে রিয়্যালিটি চেক দেওয়াই 'পাতাল লোক'র একমাত্র লক্ষ্য। স্বর্গ লোক, ধরতি লোক এবং পাতাল লোক। তিন পৃথিবীর একেবারে গভীরে গিয়ে দর্শকদের এক ভিন্ন পৃথিবীতে নিয়ে যাওয়াই কাজ পাতাল লোকের।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য