Aryan Khan Bail- কফির পর কফি, খাওয়া বন্ধ ৪ দিন, আরিয়ানের জামিনে কেঁদে ফেলেছেন শাহরুখ, জানালেন মুকুল রোহাতগি

Published : Oct 29, 2021, 10:25 AM ISTUpdated : Oct 29, 2021, 05:38 PM IST
Aryan Khan Bail- কফির পর  কফি, খাওয়া বন্ধ ৪ দিন, আরিয়ানের জামিনে কেঁদে ফেলেছেন শাহরুখ, জানালেন মুকুল রোহাতগি

সংক্ষিপ্ত

দীর্ঘ ২৬ দিনের বদ্ধ কুটুরি থেকে কর্ুজ ড্রাগ কান্ডে আরিয়ানকে রেহাই দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। সম্প্রতি আরিয়ানের জামিনের পর প্রথমসারির সংবাদমাধ্যমকে মুকুল রোহাতগি জানিয়েছেন, 'ছেলের জামিনের খবর পেয়ে রীতিমতো কেঁদে ফেলেছিলেন শাহরুখ খান। গত তিন-চার দিন ধরে খুবই চিন্তায় ছিলেন শাহরুখ। খাওয়া-দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন। কফির শেষ হতে না হতেই কফি খেয়ে যাচ্ছিলেন। অবশেষে অভিনেতার মুখে স্বস্তির হাসি দেখা গেল।'

ঘুম বন্ধ থেকে খাওয়া-দাওয়া সবকিছুই যেন শিকেয় উঠেছিল বলিউডের সুপারস্টার শাহরুখ-গৌরীর। গত তিন দশকের কেরিয়ারে সেভাবে কোনও আইনি ঝামেলায় জড়াননি শাহরুখ খান। কিন্তু বড় ছেলের কারণে জেল থেকে আদালতের দরজা পর্যন্ত যেতে হয়েছে শাহরুখ খানকে (shahrukh khan)। গত বৃহস্পতিবার দীর্ঘ ২৬ দিন পর  মাদক কান্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন মঞ্জুর করেছে বম্বে হাই কোর্ট। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই যেন খুশির জোয়ারে ভাসছে বলিউড তথা শাহরুখ ভক্তরা। উচ্চ আদালতে সতীশ মানশিন্ডে বা অমিত দেশাই নয়, আরিয়ানের হয়ে সওয়াল জবাব করেছেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। এবং দীর্ঘ ২৬ দিনের বদ্ধ কুটুরি থেকে কর্ুজ ড্রাগ কান্ডে আরিয়ানকে রেহাই দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি (Mukul Rohatgi )।

 

 

আরও পড়ুন-Aryan Khan Bail: ভাই ঘরে ফিরতেই সুহানার কি পোস্ট করলেন, মুহূর্তে ভিউ ছাড়ালো ২ লাখ

আরও পড়ুন-Aryan Khan Bail: ছেলে জেলে, টানা ২২ দিন কোথায় ছিলেন শাহরুখ খান, ব্যবহার করতেন না নিজের গাড়িও

আরও পড়ুন-Aryan Khan Drug Case: গ্রেফতারের ৩ দিন আগেই নোটিশ পাবেন সমীর ওয়াংখেড়ে, আদালতে বলল মুম্বই পুলিশ

 

প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগির জন্যই ঘোর অন্ধকার কেটে গিয়ে মন্নতে শুধু আলোর রোশনাই।  ড্রাগ কান্ডে আরিয়ানের রেহাইয়ের নেপথ্যে রয়েছে এই মুকুল ম্যাজিক।  মাত্র তিন দিনের মধ্যে শাহরুখকে বড় সাফল্য দিয়েছে  প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি (Mukul Rohatgi ) । উৎসবের দিনগুলিতে বিশেষত নবরাত্রিতে মন্নতে বিষাদের সুর থাকলেও শাহরুখের জন্মদিনের আগেই ঘরের ছেলে ঘরে ফিরেছে।  ইতিমধ্যেই মন্নতের বাইরে প্রি-দিওয়ালি সেলিব্রেশনে মেতেছে অনুরাগীরা।সম্প্রতি আরিয়ানের জামিনের পর প্রথমসারির সংবাদমাধ্যমকে মুকুল রোহাতগি জানিয়েছেন, 'ছেলের জামিনের খবর পেয়ে রীতিমতো কেঁদে ফেলেছিলেন শাহরুখ খান। গত তিন-চার দিন ধরে খুবই চিন্তায় ছিলেন শাহরুখ। খাওয়া-দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন। কফির শেষ হতে না হতেই কফি খেয়ে যাচ্ছিলেন। অবশেষে অভিনেতার মুখে স্বস্তির হাসি দেখা গেল।'

 

 

গত ২ রা অক্টোবর প্রমোদতরীর ক্রুজ পার্টি থেকে এনসিবি-র হাতে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খানে। অবশেষে মিলল স্বস্তি। একাধিকবার ম্যাজিস্ট্রেট কোর্ট, সেশন কোর্ট খারিজ করেছে  আরিয়ানের জামিনের আবেদন। বুধবারও আরিয়ানের জামিনের শুনানির আবেদন বেশি দূর এগোয় নি। অবশেষে বৃহস্পতিবার হাই কোর্টের শুনানিতে সবার মুখে যেন হাসি  ফুটেছে। তবে আরিয়ানের জামিনের শুনানিতে হাজির ছিলেন না শাহরুখ খান ও গৌরী খান। শাহরুখের জন্মদিন ও দিওয়ালির  আগে ছেলেকে মন্নতে পেয়েই স্বস্তিতে বলিউডের বাদশা ও গৌরী খান। দিওয়ালিটা বরাবরই লাকি শাহরুখের জন্য। দিওয়ালির আগে কিছু না কিছু ভাল তার জীবনে ঘটবে তেমনটাই মনে করেন বলিউডের বাদশা। এবারও তেমনটাই হল। ভক্তরা বলছেন আরিয়ানের রেহাই হল শাহরুখের শুক্রবারের সবচেয়ে বড় রিলিজ।  আরিয়ানের জামিন না পাওয়া পর্যন্ত সমস্ত পেশাদার দায়িত্ব ছেড়ে ছেলের মামলা নিয়েই ব্যস্ত ছিলেন শাহরুখ। আইনজীবীদের সঙ্গে যোগাযোগ থেকে লিগ্যাল টিমকে সাহায্য়ের জন্য নোট তৈরি করেছিলেন জাহান। মুকুল রোহাতগি আরও জানান, আরিয়ানের জামিন মঞ্জুর হওয়ার পর লিগ্যাল টিমের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানান বলিউডের বাদশা শাহরুখ খান।
 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে