'জিন্দেগি অউর কুচভি নেহি', গানে গানে দুবাইয়ে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানালেন আতিফ

 ঝড়ের গতীতে ভাইরাল নেট দুনিয়ায় নানান ক্লিপিং। আতিফের গানের ছন্দে ভেসে এবার সকলেই এদিন গলা মেলালেন সুর-সম্রাজ্ঞীর গান এক পেয়ার কা নগমা হ্যায়...। 

আতিফ আসলামের (Atif Aslam) কণ্ঠ মানেই বেশ পছন্দের একরাশ মন ভালো করা গান, সম্প্রতি দুবাইয়ের লাইভ কনসার্টে (Dubai Live Concert)  এবার তিনি গানে গানে স্মরণ করলেন লতা মঙ্গেশকরকে (lata mangeshkar Song) । পাকিস্তানের 'জল দ্য ব্যান্ড' থেকে বলিউডের অন্যতম শ্রেষ্ঠ গায়ক আজ তিনি। ও লমহে ও বাতে গানটির হাত ধরেই বলিউডে পদার্পণ আতিফের (Atif Aslam Bollywood Debut)। জেন ওয়াইয়ের কাছে আজও এই গান সমানভাবে প্রিয়। অভিনেত্রী উর্বষী শর্মার সঙ্গে দুরি গানের ভিডিওতে গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন আতিফ। জেন ওয়াইয়ের মধ্যে আতিফকে নিয়ে উন্মাদনা আজও এক বিন্দুও কমেনি। স্যাড সং কুছ ইস তারহাও আগের মতই শ্রোতাদের পছন্দের গানের মধ্যে একটি। তেরা হোনে লগা হু, রোমান্টিক গানের মধ্যে আজও সেরার তালিকায় রয়েছে।

আতিফের লাইফ কনসার্ট (Dubai Live Concert) মানেই একের পর এক এই গানগুলোকেই আশা করে থাকে ভক্তমহল, এবার সেই তালিকাতে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar Song) গান যুক্ত হওয়ায় আবেগে ভাসল ভক্তমহল। ঝড়ের গতীতে ভাইরাল নেট দুনিয়ায় নানান ক্লিপিং (Viral Cliping) । আতিফের গানের ছন্দে ভেসে এবার সকলেই এদিন গলা মেলালেন সুর-সম্রাজ্ঞীর গান এক পেয়ার কা নগমা হ্যায়...। এ শোক যেন ভোলার নয়, ১৩ দিন পার লতা মঙ্গেশকরের প্রয়াণে, তবুও চোখের জলে ভাসছে ভক্তমহল, একের পর এক কালজয়ী গান রেখে গেলেন ভারতীয় নাইটেঙ্গেল, যা সারা জীবন সকলের মনের মণিকোঠায় থেকে যাবে। 

Latest Videos

 

আরও পড়ুন-ইংল্যান্ডের রানির প্রশংসাও কুড়িয়েছিলেন বাপ্পি লাহিড়ি, কেন তাকে ধন্যবাদ জানিয়েছিলেন জানেন

আরও পড়ুন-লতা মঙ্গেশকরের কোলের বাচ্চাটিকে চিনতে পারছেন, ভাইরাল ছবিতে চোখে জল ভক্তদের

আরও পড়ুন-নিজের বায়োপিকে কাকে পছন্দ ছিল বাপ্পি লাহিড়ির, 'ডিস্কো কিং'- স্বপ্নপূরণ কি আদৌ হবে

১৯৭৪ সালে লতা মঙ্গেশকরই প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।  ১৯৮৯ সালে ভারত সরকার তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করে। লতা মঙ্গেশকরের  অবদানের জন্য ২০০১ সালে তাঁর হাতে তুলে দেওয়া হয় ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন, এম. এস. সুব্বুলক্ষ্মীর পর এই পদক পাওয়া তিনিই দ্বিতীয় সঙ্গীতশিল্পী। ভারতকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে সেরার সেরা তকমা যাঁরা ছিঁনিয়ে এনেছেন বারে বারে, গর্বিত করেছেন ভারতকে, তাঁদের মধ্যে অন্যতম কান্ডারি হলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। যাঁর কণ্ঠে স্বয়ং সবস্বতীর বাস বললে খুব একটা  ভুল বলা হবে না। তাঁর প্রয়াণে শোকস্তবদ্ধ বিটাউন, ঝড়ের গতীতে ছড়িয়ে পড়ছে তাঁর কণ্ঠের গান সকলের মুখে মুখে, স্মৃতিচারনায় উঠে আসছে কারজয়ী সেই সকল সৃষ্টিরা, আজও যা তরতাজা, সতেজ। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia