শুক্রবার ছবির আয় ছিল ৩ থেকে ৩.২৫ কোটি টাকা। শনিবার ছবির আয় এর থেকে বেশি হবে বলে অনেকেরই ধারণা। কারণে, সপ্তাহান্তে সব ছবিরই আয় হয় বেশি। কিন্তু, প্রথম দিনে ‘অ্যাটাক’ যা আয় করল, তা সত্যিই প্রশংসা যোগ্য।
১ এপ্রিল মুক্তি পেয়েছে ‘অ্যাটাক’। আর প্রথম দিনেই বাজিমাত করল জন আব্রাহাম। জনের অ্যাটাকে কুপকাত ভক্তরা। প্রথম দিনেই আয় করলে ৩ কোটি টাকা। অবাক করা হলেও এমনটাই সত্যি। শুক্রবার ছবির আয় ছিল ৩ থেকে ৩.২৫ কোটি টাকা। শনিবার ছবির আয় এর থেকে বেশি হবে বলে অনেকেরই ধারণা। কারণে, সপ্তাহান্তে সব ছবিরই আয় হয় বেশি। কিন্তু, প্রথম দিনে ‘অ্যাটাক’ যা আয় করল, তা সত্যিই প্রশংসা যোগ্য।
‘অ্যাটাক’ ছবিতে একজন সৈনিকের চরিত্রে দেখা গিয়েছে জনকে। সে সন্ত্রাসবাদের শিকার। সেই অন্যায় থেকে সে কীভাবে মুক্তি পাবে তা নিয়ে গল্প। ছবিতে একের পর এক লড়াইয়ের দৃশ্য আছে। ছবির নাম থেকেই বোঝা গিয়েছিল ছবিতে রয়েছে বহু অ্যাকশন সিক্যোয়েন্স। বাস্তবেও হল তাই। ছবি জুড়ে রয়েছে ভরপুর অ্যাকশনের দৃশ্য। ছবিতে জন ছাড়াও রয়েছে জ্যাকলিন, রকুল প্রীত সিং। পরিচালনার দায়িত্বে লক্ষ্য রাজ আনন্দ। অন্যান্য চরিত্রে আছেন রত্না পাঠক, প্রকাশ রাজ, কিরন কুমারের মতো স্টারেরা।
কদিন আগে ‘অ্যাটাক’ ছবির প্রমোশন করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন জন। প্রযোজক নাকি চেয়েছিলেন এই ছবিতে একটি আইটেম নম্বর রাখবেন। এই কথা শুনে জন বলেন, তাঁর মরে যেতে ইচ্ছে হয়েছিল। তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, আমার বেশ কিছু ছবির ভালো গান যেমন আছে, তেমনই আছে আইটেম নম্বর। তবে আমার কাছে সব থেকে যন্ত্রণার মুহূর্ত সেটি। আমাকে বলা হয় ছবিতে আইটেম নম্বর রাখতে হবে। এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে হচ্ছিল। সঙ্গে, এও জানান যে, বিভিন্ন আইটেম নম্বরে পারফর্ম করে নাকি তিনি কষ্ট পেয়েছেন।
এদিকে, ছবির প্রমোশনের সময় অ্যাটাকের প্রমোশনের সময় তিনি এক সাংবাদিকের সঙ্গে তর্ক করেন। এক সাংবাদিক জনকে প্রশ্ন করেন, কেন তাঁর ছবিতে এত অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে। এই প্রশ্ন শুনে তিনি রাগ ধরে রাখতে পারেননি। তারপরই একজন দ্য কাশ্মীর ফাইলস নিয়ে প্রশ্ন করেন। তখন জল বেজায় চটে যান। বলেন, তাঁকে যেন অন্য কোনও ছবি নিয়ে প্রশ্ন করা না হয়। তিনি অ্যাটাক নিয়ে কথা বলতে এসেছেন। শুধু সেই টুকুই করবেন। অন্য ছবির প্রসঙ্গে উত্ত দেবেন না বলে জানান। ইতিমধ্যে ছবির নাকি সিক্যোয়েল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন- নিতম্ব থেকে বক্ষযুগল পুরোটাই প্লাস্টিক সার্জারি, কিমের সঙ্গে তুলনা টেনে কটাক্ষ জাহ্নবীকে
আরও পড়ুন- বিনা মেঘে বজ্রাঘাত! রাজকুমার রাওয়ের নামে ২৫০০ টাকার ঋণের বোঝা
আরও পড়ুন- শরীর পুরোপুরি সুস্থ নয়, পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অন্তঃসত্ত্বা পরীমণি