'নিঃস্বার্থভাবে বাঁচিয়ে চলেছ বিশ্বকে', মাতৃদিবসে আয়ুষ্মানের ভিন্ন পরিবেশন

  • আয়ুষ্মানের গলায় মাতৃদিবসের ভিন্ন সুর।
  • লকডাউ হোক বা না হোক মায়ের জন্য প্রতিটি দিনই স্পেশ্যাল।
  • গানে গানে সে কথাই বললেন আয়ুষ্মান।

Adrika Das | Published : May 10, 2020 5:50 PM IST / Updated: May 11 2020, 01:47 AM IST

মায়েদের জন্য একটা দিন কি যথেষ্ট? একেবারেই না। সর্বক্ষণ মায়ের ছায়া থাকা একাধিক মানুষের অভ্যেস। আর যাদের কাছে মা নেই তাদের সেই অভ্যেসও নেই। তবে রয়েছে একটা আবেগ। মা যে ঠিক কী, সেই আবেগ প্রতিটি মানুষের কাছে রয়েছে। দশ মাস গর্ভে ধারণ করে হোক বা অনাথাশ্রম থেকে ভালবেসে নিয়ে আসা হোক, মা তো মা-ই হয়। বিশ্বের সকলর মায়ের নিঃস্বার্থ সেবার জন্য আয়ুষ্মান খুরানা সুর বেঁধেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃকরিনা-তৈমুরের মাদার্স ডে-তে ভিন্নতার স্বাদ, ছবি ভাইরাল নেটদুনিয়ায়

হলিউড বলিউড টলিউড এবং টেলিভিশন তারকারা একে একে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে পালন করছে আজকের দিনটি। মাতৃদিবসে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড উপচে পড়েছে সকলের মায়ের ছবিতে। কেউ মায়ের সঙ্গে ছবি কিংবা মায়ের একার ছবি, অথবা ছোটবেলার মায়ের কোলে থাকার ছবি শেয়ার করে চলেছে। এমনকি রয়েছে মায়ের সঙ্গে ভিডিও। 

আরও পড়ুনঃপ্লাজমাথেরাপির জন্য রক্তদান করলেন জোয়া, করোনা মোকাবিলায় করিম মোরানির মেয়ের অবদান অনস্বীকার্য

আর পাঁচজন সাধারণ মনুষের মতই তারকারাও শুরু করেছেন মায়েদের সঙ্গে নানা ধরণের পোস্ট। আজকে মাতৃদিবসে মায়ের সঙ্গে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে ঠিকই, তবে মা-বাবাদের অবদানের ব্যাখা করার জন্য কোনও আলাদা দিনের প্রয়োজন হয় না। প্রতিদিনিই মাতৃদিবস। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!