বাপ্পি লাহিড়ির শেষ সোশ্যাল পোস্ট, পুরোনো স্মৃতিতে ভেসে কী লিখেছিলেন মৃত্যুর ৩ দিন আগে

ভক্তমনে ঝড় তুলে একের পর এক শোকের খবর সামনে আসে, বুধবার সকালেই বাপ্পি লাহিড়ি প্রয়াণে শোকের ছায়া, শেষ সোশ্যাল পোস্টে কী লিখেছিলেন ডিস্কো কিং!

কথায় বলে ওল্ড ইস গোল্ড (Bappi Lahiri No More) , আর প্রসঙ্গ যখন বাপ্পি লাহিড়ি, তখন স্বর্ণযুগই বটে। ক্রমেই সময়ের হাত ধরে বদলেছে সমাজ, বদলেছে মানুষের চিরাচরিত চিন্তা-ভাবনা ও বিশ্বাস, সঙ্গে পাল্লা দিয়ে পাল্টেছে শিল্প, জোয়ার এসেছে প্রতিটা ক্ষেত্রে, ঠিক তেমনই এক নতুন যুগ সুচনার নাম হল বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri On Bollywood), গানের দুনিয়ায় যখন একের পর এক কিংবদন্তি তারকারা জাঁকিয়ে বসছে সিনে দুনিয়ায়, ঠিক তখনই ডিস্কো উপহার নিয়ে ভারতীয় হিন্দি ছবির (Hindi Movie) সঙ্গীতে ঝড় তোলেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। দীর্ঘ এক মাস হাসপাতালে চিকিৎসারত ছিলেন। সোমবারই দেওয়া হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে ছুটি। তবে মঙ্গলবারই শারীরিক অবস্থার অবনতী ঘটে, পরিবারের তরফ থেকে ডাক্তারকে বাড়িতেই ডেকে পাঠানো হয়। ডাক্তারের পরামর্শ তৎক্ষণাত তাঁকে হাসপাতালে ভর্তি করে পরিবার। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সমস্যা থাকায় দ্রুত চিকিৎসা শুরু করা হয়। অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়াতে মৃত্যু ঘটে বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri Died At 69)। মধ্যরাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তবে গত ৩ দিন আগে স্বাস্থ্যের অবস্থা বেশ খানিকটা স্বাভাবিক হওয়ায় ভক্তদের উদ্দেশ্যে একটা পোস্ট করেছিলেন কিংবদন্তি শিল্পী বাপ্পি লাহিড়ি, লেখেন, ওল্ড ইস গোল্ড, সঙ্গে নিজের সাদা কালো ফ্রেমে একটি পুরোনো ছবিও শেয়ার করেন তিনি। বাপ্পি লাহিড়ি মানেই ৮০-র দশক, বাপ্পি লাহিড়ি মানেই ডিস্কো ডান্সার, তাঁর ওল্ড ডে-স অর্থাৎ অতীত জরিয়ে থাকা একাধিক স্বর্ণময় অধ্যায় তাঁকে সকলের মনের মণি কোঠায় ঠাঁই দিয়েছে। 

Latest Videos

 

 

রবিকান্ত নাগাইচের সুরক্ষা ছবিতে গান গেয়ে সঙ্গীতকার হিসেবে জনপ্রিয়তা পান। তবে সেরার সেরা উপহারটা তখনও ছিল ঝুলিতে। ভারতীয় ছবিতে ডিস্কো ঘরাণাকে তুলে ধরা। মিঠুন চক্রবর্তী পর্দায়। ১৯৮০'র দশকে মিঠুন চক্রবর্তী এবং বাপ্পি লাহিড়ি একসাথে বেশ কিছু বলিউডের ডিস্কো চলচ্চিত্রে কাজ করেন। সমগ্র ভারত এরপর তাঁকে চিনেছিল একটাই পরিচয়ে ডিস্কো কিং। তবে ১৯৯০ সালেই ভারতীয় চলচ্চিত্র থেকে বেশ অনেকটাই নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। তবে তখনও মাঝে মধ্যে কাজ চালিয়ে গিয়েছিলেন। তাঁর অধিকাংশ ডিস্কো গানই আশা ভোঁসলে ও কিশোর কুমারের গলায়। 

আরও পড়ুন- Last Rites Live- শেষযাত্রায় সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ি- বাঙালি হারাল তাঁর দুই অহংকার

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতিতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষযাত্রা, বুধবার হবে শেষকৃত্য

আরও পড়ুন: গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত, বললেন প্রধানমন্ত্রী মোদী

তাঁর কণ্ঠে কিছু অনবদ্য গান, যা সারা জীবন থেকে যাবে ভক্তমনে- রাহি হু মে, বোম্বাই সে আয়া মেরা দোস্ত, মৌসম হ্যায় গানে কা, তুম জো ভি হো, তু মুঝে জান সে ভি পিয়ার হ্যায়, ইয়াদ আ রাহা হ্যায়, সুপার ড্যান্সার, দেখা হ্যায় ম্যায়নে তুমহে ফির সে পলাতকে, দিল মে হে তুম, জে লা লা, বাম্বাই নাগারিয়া প্রভৃতি। 

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের