তিনি আর নেই , এই কথাটা যেন কোনওভাবেই মন থেকে মেনে নিতে পারছেন না বাপ্পি ভক্তরা। যার গানের সুর মুহূর্তে ম্যাজিক তৈরি করত, যার গানের তাল পা দুলে উঠত, যা গানের ছন্দে নেচে উঠত শরীরী হিল্লোল তিনি আজ সকলকে ছেড়ে পরলোকে পাড়ি দিলেন। সঙ্গীতজগতে আরও এক ইন্দ্রপতন। আচমকাই সকলকে ছেড়ে চলে গেলেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। মঙ্গলবার রাতেই মুম্বইয়ের ব্রিচ-ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৯ বছর। গায়ক- সুরকারের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বাপ্পি লাহিড়ি। গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন। অনেকদিন ধরেই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বাপ্পি দা। একটানা ২৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এবার আর শেষরক্ষা হল না। বাপ্পি লাহিড়ির মৃত্যুতে সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি আর নেই , এই কথাটা যেন কোনওভাবেই মন থেকে মেনে নিতে পারছেন না বাপ্পি ভক্তরা। যার গানের সুর মুহূর্তে ম্যাজিক তৈরি করত, যার গানের তাল পা দুলে উঠত, যা গানের ছন্দে নেচে উঠত শরীরী হিল্লোল তিনি আজ সকলকে ছেড়ে পরলোকে পাড়ি দিলেন। সঙ্গীতজগতে আরও এক ইন্দ্রপতন। আচমকাই সকলকে ছেড়ে চলে গেলেন বলিউডের 'গোল্ডেন ম্যান' বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। মঙ্গলবার রাতেই মুম্বইয়ের ব্রিচ-ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৯ বছর। গায়ক- সুরকারের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বাপ্পি লাহিড়ি। গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন। অনেকদিন ধরেই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন বাপ্পি দা। একটানা ২৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এবার আর শেষরক্ষা হল না। বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) Death) মৃত্যুতে সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।
২০২২-র শুরু থেকেই একের পর এক দু-সংবাদ বিদ্ধ করে রেখেছে বি-টাউনকে। সঙ্গীত পরিচালক তথা গায়ক বাপ্পি লাহিড়ির প্রয়াণে ভেঙে পড়েছেন বলি তারকা থেকে শিল্পী মহলের সকলেই। একের পর এক শিল্পীরা একে একে যেন চলে যাচ্ছেন না ফেরার দেশে (Bappi Lahiri) Death) । এককথায় বলতে গেলে বলিউডে যেন মড়ক লেগেছে। একের পর এক স্বনামধন্য শিল্পীর মৃত্যতে শোকে কাতর বিনোদন জগত। তবে এ ধাক্কা যেন নেওয়ার নয়, এ যেন মৃত্যুমিছিল। বলিউডের দুঃসময় যেন আর কাটছে না। আর কোনওদিনই হাসি মুখটা দেখা যাবে না বাপ্পি লাহিড়ির, একগাল হাসি ভরা মুখটা দেখেই যেন মন ভর যেত ভক্তদের। তার আকস্মিক প্রয়াণে সকলের মন ভারাক্রান্ত।
মঙ্গলবার রাতেই মুম্বইয়ের ব্রিচ-ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) Death) । হাসাপাতালে বসেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন ডিস্কো কিং। নিজের সাদা-কালো একটি ছবি পোস্ট করেছিলেন বাপ্পি। তরুণ বয়সের বাপ্পি-কে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন তার সমস্ত অনুরাগীরা। যার ক্যাপশনেও গোল্ডেন ম্যান লিখেছিলেন, 'ওল্ড ইজ অলওয়েজ গোল্ড'। এটাই শেষ। তারপর আর কোনও পোস্ট করেননি তিনি। তবে কি নিজের সময় যে ক্রমশ ফুরিয়ে আসছে তা কি অজান্তেই টের পেয়েছিলেন বলিউডের ডিস্কো কিং। তার প্রয়াণে এই শেষ ছবিকে দেখেই আঝোরে কাঁদছে কোটি কোটি ভক্ত। বরবারই নিজের মতো করে জীবনটা উপভোগ করেছেন বাপ্পি লাহিড়ি ( RIP Bappi Lahiri) । একাধিক গানে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। গায়কের ঝুলিতেও রয়েছে অসংখ্য পুরস্কার, যেমন ফিল্ম ফেয়ার, মির্চি ফিল্ম অ্যাওয়ার্ডের মতো সম্মানও রয়েছে। বলিউড কিংবদন্তি আজ না থাকলে তার গান রয়ে যাবে সকলেন মননে।
আরও পড়ুন-'প্রেমের তেমন গল্পই নেই' স্ত্রী চিত্রানীকে নিয়ে কেন এমন আক্ষেপ বাপ্পিদার
আরও পড়ুন-এক বছরে ৩৩টি ছবিতে কাজ, গিনেস বুকেও উজ্জ্বল উপস্থিতি বাপ্পি দা-র
আরও পড়ুন-বাপ্পি লাহিড়ির সংগ্রহের এই বিপুল সোনা কে পাচ্ছে, জেনে নিন
বলিউডের অন্যতম সফল সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) Death) । একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। সেই গানগুলি এখনও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। ইতিমধ্যেই বলিউডে ৫০ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। গান নিয়ে যেমন তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তেমনই তাঁর পোশাকের জন্যও বরাবরই আকর্ষণের কেন্দ্রে থেকেছেন তিনি। শুধু ভারতেই না, অন্য দেশেও তিনি সমান ভাবে জনপ্রিয়। তাঁর গয়না পরা নিয়ে নানা রসিকতাও শোনা গেলে তা জানার আগ্রহ সকলেরই ছিল। আর সেই সত্য সকলের সামনে খোলসা করে বলেও ছিলেন বলিউডের গায়ক বাপ্পি লাহিড়ি। নিজের শেষ পোস্ট করা সাদা-কালো ছবিতেও হাতে চওড়া ব্রেসলেট পরে দেখা গিয়েছিল তাকে। এমনকী ক্যাপশনেও সোনার উল্লেখ করেছিলেন বাপ্পি লাহিড়ি। গায়ক-সুরকারের মৃত্যুর পরই তার এই ছবিটি অনেক বেশি করে ভাইরাল হয়েছে। তা দেখেই অনুরাগীরা প্রশ্ন তুলেছেন, তবে কি নিজের শেষ সময়টা যে চলে এসেছে তা আগেই টের পেয়েছিলেন বাপ্পি লাহিড়ি(RIP Bappi Lahiri) । তাই কি নিজের গোল্ডেন সময়কে ফিরে দেখেছেন বলিউডের গোল্ডেন ম্যান।