প্রয়াত 'ব্যাটম্যান'-এর পরিচালক জোইল সুমাশের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০। জানা গিয়েছে, দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন জোইল। 'সেন্ট এলমোস ফ্যায়ার', 'ফলিং ডাউন'-এর মত ছবির পরিচালনা করেছেন তিনি। এক বছর ধরে চিকিৎসা চলছিল তাঁর। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পোশাকের ডিজাইনার হিসেবে সত্তরের দশকে হলিউডে কাজ করা শুরু করেছিলেন জোইল। উডি অ্যালেন পরিচালিত স্লিপার, ইন্টিরিয়রস, ব্লুম ইন দ্য লাভ, দ্য প্রিজনর অফ সেকেন্ড অ্যাভেনিউ, দ্য লাস্ট শিলা-এর মত ছবিতে কাজ করে হলিউডে নিজের যাত্রা শুরু করেন।
আরও পড়ুনঃ'সরল-সাধাসিধে ছিল সুশান্ত', সুশান্তের মৃত্যুতে আবেগে ভাসল পাকিস্তান
ডিজাইনার থেকে লেখক হিসেবে শুরু করলেন নতুন পথচলা। ১৯৮১ পরিচালক হিসেবে ডেবিউ করেন সাই-ফাই কমেডি ছবি 'দ্য ইনক্রেডেবল শ্রিঙ্কিং ওম্যান'-এর হাত ধরে। হলিউডের জনপ্রিয় পরিচালকের খেতাব পেলেন ফ্ললেস, ডিসি ক্যাব, দ্য লস্ট বয়েজ, ফলিং ডাউন ছবিগুলির পরিচালনার পর।