মুখে একগাল চওড়া হাসি, অমিতাভের পাশে বসে অরেঞ্জ জুসে চুমুক 'পটকা' অম্বরীশের

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়েও সরগরম পেজ থ্রি-র পাতা। লাইমলাইটে কীভাবে থাকতে হয় তা মনে হয় বলিউডের শাহেনশাহ খুব ভালই জানেন। এই বয়সে এসেও যেভাবে একের পর এক গোল দিচ্ছেন তাতে সকলেরই চোখ কপালে। এহেন সুপারস্টারের সঙ্গে কাজ করতে পারা মানেই বড় পাওনা। বাংলা ধারাবাহিকে তিনি সকলের প্রিয় পটকা। তার মুখের একগাল হাসি যেন সকলের কষ্ট ভুলিয়ে দেয় নিমেষে। খাদ্যরসিক অভিনেতা অম্বরীশ ভট্টাচাক্য এবার টলিউড ছেড়ে পাড়ি দিলেন বলিউডে। বাংলা ছেড়ে সুদূর মুম্বই-এখন তার ঠিকানা। তাও আবার বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করছেন বাংলার পটকা।

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়েও সরগরম পেজ থ্রি-র পাতা। লাইমলাইটে কীভাবে থাকতে হয় তা মনে হয় বলিউডের শাহেনশাহ খুব ভালই জানেন। এই বয়সে এসেও যেভাবে একের পর এক গোল দিচ্ছেন তাতে সকলেরই চোখ কপালে। এহেন সুপারস্টারের সঙ্গে কাজ করতে পারা মানেই বড় পাওনা। বাংলা ধারাবাহিকে তিনি সকলের প্রিয় পটকা। তার মুখের একগাল হাসি যেন সকলের কষ্ট ভুলিয়ে দেয় নিমেষে। খাদ্যরসিক অভিনেতা অম্বরীশ ভট্টাচাক্য এবার টলিউড ছেড়ে পাড়ি দিলেন বলিউডে। বাংলা ছেড়ে সুদূর মুম্বই-এখন তার ঠিকানা। তাও আবার বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করছেন বাংলার পটকা।

এই প্রথমবারই নয়, এর আগেও বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে পর্দা শেয়ার করেছেন  অম্বরীশ  ভট্টাচার্য। সৌজন্য পরিচালক সুজিত সরকার। এবার নাকি বিগ বি-র ছেলের চরিত্রে ধরা দেবেন বাংলার পটকা। রয়েছে এক মেয়েও। দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে-কেও সুজিতের আগামী বিজ্ঞাপনী ছবিতে দেখা যাবে। গত বৃহস্পতিবার শ্যুট শেষ করেই প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছেন অম্বরীশ ভট্টাচার্য। অভিনেতা জানিয়েছেন, বুধবারই মুম্বই উড়ে যান অভিনেতা। সেদিনই স্টিল ছবি তোলা হয়েছে। বৃহস্পতিবার ছিল বিজ্ঞাপনী ছবির শ্যুট। দীর্ঘ চারবছর পর ফের অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অম্বরীশ ভট্টাচার্য।

Latest Videos

এর আগেও অম্বরীশ ও অমিতাভকে দেখা গেছে একফ্রেমে। কিন্তু এত বছর পর কি অম্বরীশকে চিনতে পারল অমিতাভ? উত্তরে অভিনেতা জানিয়েছেন, প্রথমে ভেবেছিলাম উনি নিশ্চয় আমায় ভুলে গেছেন। অমিতাভের পাশে বসে সে কথা বলতেই চার বছর আগের সব স্মৃতি নিমেষে বলে দিলেন। ওনার স্মৃতিশক্তি দেখে আমি হতবাক। বচ্চন স্যার হাসতে হাসতে বললেন  স্মৃতিরাই তো আমার সঙ্গী।  মুহূর্তের মধ্যে যেন ফিল্ম ফেস্টিভ্যাল, ময়দান, তিলোত্তমা নগরী জীবন্ত হয়ে উঠেছিল।  বচ্চন স্যারের সঙ্গে ফের আবারও কাজ করতে পেরে দারুণ আপ্লুত অম্বরীশ। পটকা আরও জানালেন, আগের তুলনায় অনেক বেশি তরতাজা শাহেনশা। গ্ল্যামারও নাকি বেড়ে গিয়েছে। সবচেয়ে বড় পাওনা হল, নিজের  ভ্যানিটি ভ্যানও ঘুরে দেখিয়েছেন বিগ বি। এ যেন ছোটখাটো চলন্ত বাড়ি, যেখান ড্রয়িং রুম থেকে বই পড়ার ঘর সবই রয়েছে। ধারাবাহিকের পাশাপাশি একগুচ্ছ ছবির কাজও রয়েছে অম্বরীশের হাতে। যার মধ্যে বেশ কিছু ছবি আবার মুক্তির পথে।
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী