
চিত্রনাট্যের খামতি নিয়ে একাধিক সময় তৈরি হয়েছে বিতর্ক। তা ছবি হোক, কিংবা কোনও ওয়েব সিরিজ। ছবিতে দেখানো কোনও জায়গা, ধর্ম, সংলাপ সবই কখনও না কখনও তোপের শিকার হয়েছে। এবার তেমনই পরিস্থিতির কবলে পড়লেন একতা কাপুর ও তাঁর মা। তাঁর ওয়ের সিরিজের চিত্রনাট্য ঘিরে এবার অভিযোগ দায়ের করলেন বিগ বস ১৩ খ্যাত স্টার ও ইউটিউবার হিন্দুস্তানি ভাউ বিকাশ পাঠক।
আরও পড়ুনঃ সোনাক্ষী জানেন না রামায়ণ, অথচ পরিবারের সঙ্গে আষ্টেপিষ্টে জড়িয়ে রাম-লক্ষণ-শক্রঘ্ন
বর্তমানে ওয়েব সিরিজে মজেছেন দর্শক, তাই একের পর এক ওয়েব সিরিজও প্রকাশ্যে আসছে লকডাউনে। এরই মাঝে মুক্তি পায় একতা কাপুরের বালাজি অ্যাপে ওয়েব সিরিজ। তার চিত্রনাট্যেই ভারতীয় সেনাদের অসন্মান করা হয়েছে বলে দাবি করেন হিন্দুস্তানি ভাউ। তাঁর মতে সিরিজের একাধিক অংশে কর্ণেল, ভারতের পদক, সেনাদের পোশাকের ছোট করে দেখানো হয়েছে।
এর জেরেই বিগ বস ১৩ খ্যাত হিন্দুস্তানি বেছে নিয়েছেন অভিষোগের পথ। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় লেখেন, 'পুলিশে অভিযোগ করেছি দুজনের নামে, যাঁরা হলেন একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুর। যাঁরা ভারতীয় সেনাদের, তাঁদের ইউনিফর্ম ও কর্নেল নামের অবমাননা করেছেন।' যদিও এই বিষয় এখনও মুখ খোলেননি একটা কাপুর।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।