বিপাশাকে দেখেই যৌন লালসা, বলিউডের অন্দরে আজও দাপিয়ে কাজ করছেন এই স্বনামধন্য প্রযোজক

Published : Jul 12, 2022, 09:31 PM IST
বিপাশাকে দেখেই যৌন লালসা, বলিউডের অন্দরে আজও দাপিয়ে কাজ করছেন এই স্বনামধন্য প্রযোজক

সংক্ষিপ্ত

বি-টাউনের হট অভিনেত্রীর তালিকায় অন্যতম হলেন বিপাশা বসু। একসময়ে ঘনিষ্ঠ দৃশ্যে আগুন জ্বালিয়েছিল বলিউডের সেক্স বম্ব। যার হট অবতারে রাতের ঘুম উড়েছিল হাজারো পুরুষের। গায়ের রং কালো হওয়ার জন্য একাধিকবার বি-টাউনের এই সেক্সি গার্লকেও যৌন হেনস্তার মুখে পড়তে হয়েছিল।  সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিপাশা। বলিউডের স্বনামধন্য প্রযোজকের নোংরামি এবার সকলের সামনে তুলে ধরেছেন বিপাশা,  কীভাবে সেই হেনস্তার থেকে নিজেকে বাঁচিয়েছিলেন নব্বইয়ের দশকের 'বং বিউটি' বিপাশা, জানলে অবাক হবেন।

বি-টাউনের হট অভিনেত্রীর তালিকায় অন্যতম হলেন বিপাশা বসু। একসময়ে ঘনিষ্ঠ দৃশ্যে আগুন জ্বালিয়েছিল বলিউডের সেক্স বম্ব। যার হট অবতারে রাতের ঘুম উড়েছিল হাজারো পুরুষের। গায়ের রং কালো হওয়ার জন্য একাধিকবার বি-টাউনের এই সেক্সি গার্লকেও যৌন হেনস্তার মুখে পড়তে হয়েছিল।  সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিপাশা। বলিউডের স্বনামধন্য প্রযোজকের নোংরামি এবার সকলের সামনে তুলে ধরেছেন বিপাশা,  কীভাবে সেই হেনস্তার থেকে নিজেকে বাঁচিয়েছিলেন নব্বইয়ের দশকের 'বং বিউটি' বিপাশা, জানলে অবাক হবেন।

নব্বইয়ের দশকের 'বং বিউটি' বিপাশা ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাঙালি কন্যার বিস্ফোরক মন্তব্যে ঘুম উড়েছে নেটিজেনদের। কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলে সকলকে চমকে দিয়েছেন বিপাশা বসু। তারপর থেকেই  সরগরম পোজ থ্রি-র পাতা। সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছেন, গায়ের রং কালো হওয়ার জন্য একাধিকবার বলিউডে হেনস্তার শিকার হতে হয়েছে তাকে। এবার কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বং বিউটি। বিপাশা জানিয়েছেন, বলিউডে তখন তিনি নতুন। কলকাতা থেকে মুম্বই সফর। সাহসী কন্যা একাই থাকতেন মুম্বইয়ে। এই সময়েই বলিউডের একজন স্বনামধন্য প্রযোজকের কাছ থেকে তিনি ছবির অফার পান। বিপাশাও তা দেখে সাইন করে দেন।

বাড়ি ফিরতে না ফিরতেই ঘটে বিপত্তি। ওই প্রযোজক বিপাশাকে এসএমএস করেন। তিনি লেখেন, তোমার হাসি খুব মিস করছি। স্বাভাবিক ভাবেই এই মেসেজ দেখে ঘাবড়ে যান বিপাশা। এবং এর কোনও উত্তরও দেন না।ফের কয়েকদিন যেতে না যেতেই আবারও অশ্লীল, উত্তেজক পূর্ণ মেসেজ পাঠান ওই প্রযোজক। তারপরেই বিপাশা সাফ জানিয়ে দেন, তিনি ওই ছবিতে আর কাজ করবেন না। এবং বিপাশার থেকে কোনও সাড়া না পাওয়ায় তিনি আর কোনও ছবিতেই বিপাশাকে নেননি। এবং একবার একটি অনুষ্ঠানে বিপাশাকে দেখে রীতিমতো এড়িয়ে গেছেন, যা দেখে ভীষণই খুশি হয়েছিলেন বিপাশা। বিপাশা আরও জানিয়েছেন, তিনি এমনই একজন ব্যক্তি যিনি বি-টাউনের প্রথমসারির প্রযোজকদের মধ্যে একজন। অহেতুক ঝামেলায় জড়াতে চান না বলে তিনি তার নাম প্রকাশ্যে আনলেন না। তবে ভবিষ্যতে দরকার পড়লে তিনি তার নাম বলতে দ্বিধা করবেন না। বলিউডে 'ব্ল্যাক বিউটি'র আজকের জায়গায় পৌঁছতে অনেকটাই স্ট্রাগল করতে হয়েছে।  করণ সিং গ্রেভারের সঙ্গে 'অ্যালোন' ছবিতে তাদের ঘনিষ্ঠ অন্তরঙ্গতা মন কেড়েছিল সিনেমাপ্রেমীদের। তারপর থেকেই করণের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা।  অবশেষে ২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে গাটছড়া বেঁধেছেন বিপাশা। তারপর থেকে সেইভাবে আর কোনও ছবিতে দেখা যায়নি তাকে।

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত