ফের শ্লীলতাহানির অভিযোগে কাঠগড়ায় বলিউডের এই অভিনেতা, অভিযোগ দায়ের পুলিশে

Published : Feb 12, 2020, 04:30 PM ISTUpdated : Feb 12, 2020, 04:38 PM IST
ফের শ্লীলতাহানির অভিযোগে কাঠগড়ায় বলিউডের এই অভিনেতা, অভিযোগ দায়ের পুলিশে

সংক্ষিপ্ত

মহিলাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল বলিউড অভিনেতা শাহবাজ খানের বিরুদ্ধে মুম্বইয়ের ওশিওয়াড়া থানার অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে  ইতিমধ্যেই মহিলার অভিযোগের উপর ভিত্তি করে পুলিশি তদন্ত শুরু হয়ে গেছে সিনেমার পাশাপাশি টেলিভিশনেরও জনপ্রিয় মুখ শাহবাজ

শারীরিক নিগ্রহের শিকারের ঘটনা ক্রমশ যেন বেড়েই চলেছে। অন্ধকার রাস্তা হোক বা প্রকাশ্যে আকছার এই ঘটনা ঘটেই চলেছে।  মহিলাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল বলিউড অভিনেতা শাহবাজ খানের বিরুদ্ধে। মুম্বইয়ের অসিওয়াড়া থানার অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

আরও পড়ুন-সুন্দরী পামেলা অ্যান্ডারসন কি অর্থপিশাচ, ১২ দিনের দাম্পত্যে কাঠগড়ায় তিনি...

পুলিশের তরফ থেকে জানা গেছে, এক মহিলা অভিনেতা শাহবাজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। ইতিমধ্যেই মহিলার অভিযোগের উপর ভিত্তি করে পুলিশি তদন্ত শুরু হয়ে গেছে।  শাহবাজের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৪ ও ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

আরও পড়ুন-দুই সুর সম্রাজ্ঞীর ছোটবেলার ছবি শেয়ার করলেন অমিতাভ, দেখুন তো চেনেন কিনা...

শাহবাজের আসল নাম হায়দার খান। শাস্ত্রীয় সংগীতের প্রাণপুরুষ ওস্তাদ আমির খাঁ-এর পুত্র শাহবাজ। ধারাবাহিক দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা।বলিউডের বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন শাহবাজ। এছাড়া টেলিভিশনেরও জনপ্রিয় মুখ শাহবাজ।  'যুগ', 'দ্য গ্রেট মারাঠা', 'বেতাল পাচিসি', 'চন্দ্রকান্তা', 'দ্য সোর্ড অফ টিপু সুলতান-এর মতো জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয় করেছেন শাহবাজ। সম্প্রতি 'রাম সিয়া কে লব কুশ','তেনালি রামা', 'দাস্তান-এ-মহব্বত সেলিম আনারকলি'-র মতো টিভি শোয়ে দেখা গিয়েছে তাঁকে।


 


 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে