Neha Dhupia- পোশাকের ভিতর ছেলেকে ঢুকিয়ে স্তন্যপান করাচ্ছেন নেহা, 'Breast' ফিডিংয়ের ছবি দিতেই জুটল কটাক্ষ

Published : Oct 27, 2021, 02:57 PM ISTUpdated : Oct 27, 2021, 04:16 PM IST
Neha Dhupia- পোশাকের ভিতর ছেলেকে ঢুকিয়ে স্তন্যপান করাচ্ছেন নেহা, 'Breast' ফিডিংয়ের ছবি দিতেই জুটল কটাক্ষ

সংক্ষিপ্ত

দ্বিতীয়বার পুত্রসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। চলতি মাসের ৩ অক্টোবর দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। ম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্রেস্টফিড করানোর ছবি শেয়ার করেছেন নেহা ধুপিয়া। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

দ্বিতীয়বার পুত্রসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ( Neha Dhupia)। চলতি মাসের ৩ অক্টোবর দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। বরাবরই বি-টাউনের ঠোঁটকাটা, স্পষ্টবাদী তকমা রয়েছে বলি অভিনেত্রী নেহা ধুপিয়ার। কোনও অন্যায় মুখ বুজে সহ্য নয়, বরং অন্যায়ের প্রতিবাদে গর্জে ওঠা এটাই তার সহজাত। এবারও তার প্রমাণ দিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্রেস্টফিড করানোর ছবি শেয়ার করেছেন নেহা ধুপিয়া ( Neha Dhupia)। যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন-Saif Ali Khan Property- ৫০০০ কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও সন্তানদের কিছুই দিতে পারছেন না সইফ, কেন জানেন

আরও পড়ুন-Janhvi Kapoor- শারীরিক ও মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন জাহ্নবী, হঠাৎ কী হল শ্রী-কন্যার

আরও পড়ুন-Casting Couch - শরীরে নোংরা স্পর্শ, লালসার শিকার থেকে বাঁচিয়েছিলেন নিজেকে, কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক সোহিনী

 

এর আগেও নিজের মেয়েকে স্তন্যপান করানোর ছবি পোস্ট করেছিলেন নেহা ধুপিয়া ( Neha Dhupia)। প্রকাশ্যে স্তন্যপান ( Breast Feeding) করানো নিয়ে একাধিকবার গর্জে উঠতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এবার সদ্যোজাত ছেলেকে ব্রেস্ট ফিড ( Breast Feeding) করানোর ছবি শেয়ার করেছেন নেহা। যার ক্যাপশনে লেখা 'ফ্রিডম টু ফিট'।

 

 

ছবিতে দেখা যাচ্ছে ধূসর রঙের মেটারনিটি টপ পরে রয়েছেন নেহা (Neha Dhupia)। পোশাকের ভিতর ছেলেকে ঢুকিয়ে নিয়েই স্তন্যপান করাচ্ছেন নেহা। ছবি দেখে নেটিজেনদের একাংশ ভালবাসা উজাড় করে দিয়েছেন । টলিপাড়ার নতুন মা নুসরত জাহানও (Nusrat Jahan) রয়েছেন সেই তালিকায়। তবে প্রকাশ্যে স্তন্যপান করানোর ছবি দেওয়ার পরই ধেয়ে এসেছে অশ্লীল কটাক্ষ। প্রকাশ্যে মহিলাদের স্তন্যপান নিয়ে অনেক ছুঁৎমার্গ রয়েছে ভারতীয় সমাজ ব্যবস্থায়। শিশুকে স্তন্যপান (Breast Feeding) করানো স্বাভাবিক বিষয় হলে তা  নিয়ে সমালেচনা চলেই  আসছে। 

 

 

ব্রেস্ট ফিডিং করানোর ছবি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দিলেও ছেলের মুখ নিজের হাত দিয়ে ঢেকে রেখেছেন নেহা। তবে ছেলে ও মেয়ে কারোর ছবি এখনই প্রকাশ্যে আনতে চান না নেহা ও অঙ্গদ। কারণ তার মতে, তার সন্তানরা সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাতে চান কিনা সেই সিদ্ধান্ত নিজেদের সন্তানদের উপরেই ছেড়ে দিতে চান। তবে এখনই ছেলে ও মেয়ের কোনও ছবি দিতে চান না তারা। বিয়ের ৬মাসের মধ্যেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়ে লাইমলাইটে উঠে এসেছিলেন নায়িকা। মেয়ের জন্মের ৩ বছরের মাথায় ফের ছেলের মা হলেন নেহা। ইতিমধ্যেই বাড়িতে থেকেই বিজ্ঞপনের শ্যুট সেরে নিয়েছেন নেহা। সূত্রের খবর সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই সেটে ফিরবেন।


 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে