বলিউডে এক সময় সাদা কালো পর্দায় ঝড় তুলেছিলেন রাজ কাপুরের এই আবিষ্কার। প্রথম তিনিই পর্দায় নিয়ে আসেন নবাব বানুকে। পরবর্তীতে ভালোবেসে তাঁর নাম রেখেছিলেন নিম্মি। প্রথম ছবিতেই নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছিলেন নিম্মি। বুধবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
আরও পড়ুনঃকরোনাকে ভয় পাওয়ার কিছু নেই, ট্যুইটারে পোস্ট ঋতুপর্ণার
আর পড়ুনঃ'করোনা' বলে সম্বোধন চ্যাংকে, বর্ণবিদ্বেষের শিকার হলেন বলিউড তারকা
বেশ কয়েকদিন ধরেই নিম্মি বার্ধক্যজণিত কারণে ভুগছিলেন। শেষ সময় হারাতে বসেছিল স্মৃতিশক্তিও। এমনই পরিস্থিতিতে একাধিকবার হাসপাতাল মুখো হতে হয় বর্ষীয়ান অভিনেত্রীকে। জুহুর এক বেসরকারি হাসপাতালে শেষ কয়েকদিন ভর্তি ছিলেন তিনি। সেখানেই বুধবার সন্ধের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
বলিউডে প্রথম আত্মপ্রকাশ নিম্মির বরসাত ছবির মধ্যে দিয়ে। সেখানে খুব বেশি পাট ছিল না নিম্মির। কিন্তুস্বল্প পরিসরেই বাজিমাত করেছিলেন অভিনেত্রী। এরপর হাতে আসতে থাকে একের পর এক বিগ বাজেটের ছবি। ১৯৫২-তে আন ছবিতে অভিনয় করার সুযোগ আসে। সেখান থেকেই ভাগ্য ঘুরেছিল তাঁর। এরপর রাজ কাপুর, দিলীপ কুমারের মত অভিনেতাদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেন তিনি। তাঁর মৃত্যুতে বি-টাউনে নেমে এসেছে শোকের ছায়া।
করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস