আংরেজি মিডিয়াম ছবির মধ্যে দিয়ে বলিউডে জনপ্রিয়তা অর্জন করে রাধিকা মদন। লকডাউনের আগে ইরফান খান অভিনীত এই ছবিই শেষ মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। লকডাউন এখনও চলছে, তবে আর নেই ইরফান, বলিউড হারিয়েছে ঋষি কাপুরকেও। সেই আংরেজি মিডিয়াম খ্যাত অভিনেত্রীই এবার বাড়ি ফিরে গেলেন কোয়ারেন্টাইনে। লকডাউনে মুম্বইয়ে আটকে ছিলেন রাধিকা।
আরও পড়ুন-'ওয়ান-নাইট স্ট্যান্ড' দিয়েই প্রেমের শুরু, আমূল বদলে গিয়েছিল গোবিন্দ-র ভাগ্নের জীবন
চতুর্থ দফার লকডাউনের শেষে শিথিল হল দেশের বিমান পরিষেবা। ২৬ মে বিমান পরিষেবা চালু হতেই মুম্বই থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাধিকা মদন। দিল্লিতে মায়ের কাছে ফিরছেন তিনি, কিন্তু বিমান বন্দরে নামতেই বাড়ি ফেরা হল না। নিয়ম মেনেই কোয়ারেন্টাইনে পাঠানো হল রাধিকাকে। সেখানেই এখন ১৪ দিন রাখা হবে রাধিকাকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই কথাই জানালেন অভিনেত্রী।
কোয়ারেন্টাইনে থেকে রাধিকা জানান, তিনি এমনভাবে এর আগে কোনও দিন বাড়ি ফেরেননি। বাড়ি ফেরার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। চারপাশে চোখ মেলে দেখে অবাক হয়েছিলেন রাধিকা, এটাই কি ভবিষ্যত, সকলেরই মুখে মাস্ক, সতর্কতা তুঙ্গে। এই বিপর্যয়ের সময় কাছের মানুষের পাশে পাওয়া একান্ত প্রয়োজন, আর যেখানে মা থাকেন, সেটাই বাড়ি, তিনি বাড়ি ফিরতে পারছেন ভেবেই অনেক বেশি স্বস্তিতে রয়েছেন, অপেক্ষা মাত্র দুসপ্তাহের।