Bollywood Couple: আপনার আমার টাকায় উপার্জন করেন এই পাঁচ বলিউড দম্পতি

Published : Jan 02, 2022, 11:18 PM IST
Bollywood Couple: আপনার আমার টাকায় উপার্জন করেন এই পাঁচ বলিউড দম্পতি

সংক্ষিপ্ত

সাধারণ মানুষরা সিনেমা সুপারস্টার বানায় তারকাদের। আর তাদের দৌলতে একটা সিনেমায় কোটি কোটি টাকা কমিয়ে রাজকীয় জীবন কাটান তারকারা। 

আপনার আমার কষ্টের টাকায় আজ বড়লোক (Rich) বলিউডের (Bollywood) এই পাঁচ দম্পতি (Celebrity Couple)। চমকে উঠলেন। অনেকটা সেরকমই ব্যাপার কিন্তু। স্বামী স্ত্রী (Husband Wife) দুজনে মিলে রোজগার করেন এমন দম্পতির (Couple) সংখ্যা কম নয় বিনোদনের দুনিয়ায়। কিন্তু বলিউডের এই পাঁচ দম্পতির অর্থের কোনও শেষ নেই। সম্পত্তির পাহাড়ে বসে রয়েছেন তাঁরা। 

বলিউডের কথা এলেই মাথায় আসে সুপারস্টার অভিনেতা অভিনেত্রীদের কথা। যারা তুমুল জনপ্রিয়তার পাশাপাশি কোটি কোটি টাকার মালিক হয়ে রাজার হালে দিন কাটান। অনেকেরই স্বপ্ন থাকে বড় হয় অনেক টাকা উপার্জনের, আর বলিউড ইন্ডাস্ট্রির দৌলতে সুপারস্টাররা রীতিমত টাকা ছাপান প্রতিমাসে। বলিউডের এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের সম্পত্তির পরিমাণ প্রায় কয়েক হাজার কোটি। এখানেই শেষ নয়!  

এমন অনেক দম্পতি রয়েছে যারা আবার একে অপরকে বিয়ে করেছেন। মানে, একজনেরই হাজার কোটি তো দুজনের কত হবে ভেবে দেখুন! সাধারণ মানুষরা সিনেমা সুপারস্টার বানায় তারকাদের। আর তাদের দৌলতে একটা সিনেমায় কোটি কোটি টাকা কমিয়ে রাজকীয় জীবন কাটান তারকারা। 

১. অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি (Anushka Sharma Virat Kohli)

বলিউডের সুন্দরী অভিনেত্রী অনুষ্কা শর্মা নিজের জীবন সঙ্গী হিসাবে প্রথম সারির ক্রিকেটার বিরাট কোহলিকে বেছে নিয়েছেন। বলিউডের দৌলতে অনুষ্কা যেমন কোটি টাকা পারিশ্রমিক পান তেমনি বিরাটও খেলার দৌলতে কোটি কোটি টাকা উপার্জন করেন। আর জানলে অবাক হবেন দুজনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২৫০ কোটি টাকা।

২. করিনা কাপুর খান সইফ আলি খান (Kareena Kapoor Saif Ali Khan)

বলিউডের দম্পতি করিনা কাপুর খান ও সইফ আলী খান প্রায় দিনই শিরোনামে থাকেন। ইতিমধ্যেই দুই সন্তানের মা হয়ে গিয়েছেন করিনা। সইফ আলী খান নবাব পরিবারের সন্তান। থাকেন পতৌদি প্যালেসে। স্বাভাবিকভাবেই এই দুজনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭৫০ কোটি টাকা।

৩.  ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন (Aishwarya Rai Bacchan Abhishek Bacchan)

অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন বিয়ে করেছেন সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাইকে। যদিও ঐশ্বর্যের মত অভিনয়ে সফল নন অভিষেক। তবে তিনি বচ্চন পরিবারের ছেলে। নিজের একাধিক সফল ব্যবসা রয়েছে অভিষেকের। তাই টাকার কোনো অভাব নেই। দুজনের মোট সম্পত্তি মিলিয়ে দিলে দাঁড়াবে প্রায় ১০০০ কোটি টাকা।

৪. দীপিকা পাডুকোন ও রণবীর সিং (Deepika Padukone Ranveer Singh)

বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাডুকোন আর রণবীর সিং এর জুটি সকলের কাছেই বেশ পরিচিত। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন দুজনের কেমিস্ট্রি সর্বদাই নজর কাড়ে। দুজনেই বলিউডের প্রথমসারির তারকা, আর তাই এক একটা ছবিতেই কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন। যেমনটা জানা যায় দুজনের মিলিত সম্পত্তির পরিমাণ ৪৫০ কোটি টাকা।

৫. অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না (Akshay Kumar Twinkle Khanna)

বলিউডের খিলাড়ি হোক বা রাউডি, এই নামগুলো বলতে একজনের ছবিই ভেসে ওঠে। সেটা হল অক্ষয় কুমার। অক্ষয় অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেছেন। দুজনেই এখনও কাজ করে চলেছেন, বিশেষত অক্ষয় কুমার একের পর এক সুপারহিট ছবি করতে রীতিমত ওস্তাদ। বর্তমানে অক্ষয় ও টুইঙ্কলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২১০০ কোটি টাকা।

৬. শাহরুখ খান ও গৌরী খান (Shahrukh Khan Gauri Khan)

বলিউডের বাদশাহ শাহরুখ খান কেরিয়ারের শুরুতেই বিয়ে করেছেন গৌরী খানকে। আজ পর্যন্ত কয়েকশো সুপারহিট ছবি করেছেন শাহরুখ খান। যার দৌলতে হিসাবের বাইরে টাকা উপার্জন করেছেন তিনি। সাথে স্ত্রী গৌরীও কোটি টাকা উপার্জন করেন। জানা যান বর্তমানে শাহরুখ ও গৌরির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬৬০০ কোটি টাকা।

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী