কৃতি স্যানন করোনা পজিটিভ, শ্যুটিং সেট থেকে ফিরতেই গুঞ্জণ তুঙ্গে

Published : Dec 08, 2020, 03:38 PM IST
কৃতি স্যানন করোনা পজিটিভ, শ্যুটিং সেট থেকে ফিরতেই গুঞ্জণ তুঙ্গে

সংক্ষিপ্ত

করোনায় আক্রান্ত কৃতি স্যানন আবারও বলিউডে করোনার থাবা একের পর এক তারকার দেহে মিলছে করোনার নমুনা এখনও সংক্রমণ নিয়ে মুখ খোলেননি কৃতি 

একের পর এক বলিউড সেলেবরা করোনায় আক্রান্ত হচ্ছে। মার্চ মাস থেকেই করোনার ভারতের বুকে করোনা থাবা বসিয়েছে। লকডাউন থাকা কালিনই একের পর এক তারকা করোনাতে আক্রান্ত হয়েছে। এরপর পরিস্থিতি খানিক স্বাভাবিক হলে বিপত্তি বাড়ে আরও। শ্যুটিং শুরু হতেই আবারও বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। বড় পর্দা থেকে শুরু করে ছোট পর্দা, একের পর এক সেলেবের আক্রান্তের খবর সামনে উঠে আসে। 

আরও পড়ুনঃ স্টেজ কাঁপিয়ে ঠুমকা নুসরত-ঋতাভরীর, থ্রোব্যাক ভিডিওতে মেতে ভক্তকূল

 

এবার করোনায় আক্রান্ত হলেন কৃতি স্যানন। কয়েকদিন ধরেই চিনি চণ্ডিগড়ে রাজকুমার রাওয়ের সঙ্গে শ্যুটিং-এ ব্যস্ত। সেখান থেকে ফেরার পথেই কৃতি জানান তিনি মাস্ক খুলতে পারবেন না। তখন থেকেই শুরু হয়ে যায় জল্পনা। এরপরই প্রকাশ্যে আসে কৃতি স্যানন করোনা পজিটিভ। যদিও তা নিয়ে এখনও মুখ খোলেননি বলিউড ডিভা। 

 

বলিউডে ইতিমধ্যেই বহু তারকা করোনায় আক্রান্ত হয়েছে। অমিতাভ বচ্চনের পরিবার থেকে শুরু করে কাপুর পরিবার। প্রাণও গিয়েছে করোনায় বেশ কিছু সেলেবের। বছর শেষ হতে চলল, তবুও কাটল না দুর্যোগ। সম্প্রতি একাধিক ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত তারকারা। নিয়ম মেনে শ্যুট হলেও মাঝে মধ্যেই সামনে উঠে আসছে করোনায় আক্রান্তের খবর। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

ধুরন্ধর ২-এ ফিরছেন অক্ষয় খান্না! মারা গিয়েও দ্বিতীয় পর্বে কীভাবে ফিরছেন 'রহমান বালোচ'?
অন্ধকার জগতের কাহিনি নিয়ে আসছে ভূমির এই নতুন সিরিজ, মুক্তি পেল 'Daldal'-র টিজার