করোনা ভাইরাস, ভুমিকম্প, ঘুর্ণিঝড়, ২০২০-কে নিয়ে ফিল্মি কায়দায় একাধিক মিম ভাইরাল

  • ২০২০ পড়তেই একের পর এক দুর্যোগ
  • ভয়াবহ পরিস্থিতির মুখে বিশ্ব
  • ফিল্মি কায়দায় একাধিক মিম ছড়াচ্ছে নেট-পাড়ায়
  • ঘুর্ণিঝড়ের মুখে ট্রেন্ডে উঠে এল একাধিক ছবির সংলাপ 

ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ২০২০ সালের ছবিটা। শুরু থেকেই একের পর এক দুর্ভোগের কবলে পড়ে নাজেহাল অবস্থা গোটা বিশ্বের। করোনা ভাইরাস থেকে শুরু করে একাধিক ভুমিকম্প, ভয়াবহ গূর্ণিঝড়ের সাক্ষী থেকে ইতিমধ্যেই ভারত। বলিউডের একাধিক সংলাপে এবার ভাইরাল সেই ভয়াবহ কাহিনি। ছবির বিখ্যাত সংলাপ দিয়েই তৈরি একাধিক মিম এখন ভাইরাল নেট দুনিয়ায়। কারুর নিশানাতে ঘুর্ণিঝড়, কারুর নিশানাতে আবার ২০২০। 

 

Latest Videos

পিকে ছবির সংলাপ তুলে ধরে মিম, আমির খানের মুখে- এই গোলাতে আমি থাকবো না। 

 

টম ও জেরির সংঘর্ষে উঠে এল বিশ্ব ও ২০২০ সংঘর্ষ। একের পর এক বিপদ ডেকে আনছে এই বছর। 

 

হাউসফুল ৪ ছবির সংলাপ তুলে ২০২০ সালকে প্রশ্ন, ঝুলিতে এখনও কী কী রয়েছে। 

আরও পড়ুনঃ সহ্য করব না বর্ণ বৈষম্য, জর্জের মৃত্যুর বিচার চাই, গর্জে উঠলেন মিথিলা

এটা ২০২০ সাল, এই বছর সব কিছুই সম্ভব। স্ত্রী ছবির দৃশ্য তুলে ভাইরাল এই মিম। 

 

ঘুর্ণিঝড় ছাপানোর কী কোনও যন্ত্র আছে, ফির হেরা ফেরি ছবির দৃশ্য তুলে তৈরি এই মিম। 

 

ধার দিয়ে চলে যাও, ঘুর্ণিঝড়কে মিমের মধ্যে দিয়ে মজার বার্তা ভাইরাল। 

আরও পড়ুনঃ ম্যাগাজিনের কভারেই কেল্লাফতে, অমিতাভের মন জিতেছিলেন জয়া, কীভাবে শুরু প্রেমপর্ব

এভাবেই ভয়ে ভয়ে বেঁচে থাকাই যেন মানুষের অভ্যেসে পরিণত হচ্ছে। বাস্তব লজীবনের একাধিক মোড় তুলে ধরে ভাইরাল হওয়া মিম এখন ট্রেন্ড করছে নেট পাড়ায়। ইতিমধ্যেই ভুমি স্পর্শ করেছে নিসর্গ। ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে বইছে হাওয়া। 

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু