প্রকাশ্যে এল কাশ্মীরি পন্ডিতদের বাস্তব চিত্র, ট্রেলারেই বাজিমাত 'শিকারা'

Published : Jan 09, 2020, 11:22 AM ISTUpdated : Jan 09, 2020, 11:23 AM IST
প্রকাশ্যে এল কাশ্মীরি পন্ডিতদের বাস্তব চিত্র, ট্রেলারেই বাজিমাত 'শিকারা'

সংক্ষিপ্ত

এবারের গল্পটা বাস্তুহারা পন্ডিতদের  নিয়ে ফের অনেকদিন পরে পরিচালকের আসনে ফিরছেন বিধু বিনোদ চোপড়া কাশ্মীরের প্রেক্ষাপটের মধ্যেই কাশ্মীরি যুগলের ভালবাসা গল্পই ফুটিয়ে তুলবে শিকারা ছবির প্রধান চরিত্রে আদিল খান, এবং সাদিয়াকে দেখা যাবে

শুরুটা আগেই  হয়েছিল। কাশ্মীরি যুবকরা ধীরে ধীরে কীভাবে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে পড়েছিল সে গল্প  আগেই শুনিয়েছিল পরিচালক। আর এবারের গল্পটা বাস্তুহারা পন্ডিতদের  নিয়ে। ফের অনেকদিন পরে পরিচালকের আসনে ফিরছেন বিধু বিনোদ চোপড়া। আগামী ছবি 'শিকারা'-নিয়ে আসতে চলেছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। 

আরও পড়ুন-হিমাচলের রাস্তায় হাজির আমির, ছবি ঘিরে উত্তাল নেটদুনিয়া...

ছবির ট্যাগ লাইনও যথেষ্ঠ নজর কেড়েছে। শিকারাঃ'দ্য আনটোল্ড স্টোরি অব কাশ্মীরি পন্ডিতস'-এর ট্রেলারেই  ৩০ বছর আগের স্মৃতি উসকে দিয়েছেন পরিচালক। নয়ের দশক। জ্বলছে পুরো কাশ্মীর। যখন তখন যা কিছু হতে পারে। এই অবস্থার মধ্যে বাস্তুহারা করা হচ্ছে কাশ্মীরি পন্ডিতদের। আর এই প্রেক্ষাপটের মধ্যেই কাশ্মীরি যুগলের ভালবাসা গল্পই ফুটিয়ে তুলবে শিকারা। দেখে নিন ট্রেলারটি।

 

আরও পড়ুন-'হাফ প্যান্ট হাফ স্যালারি ফুল প্যান্ট ফুল', নয়া বার্তা অনিবার্ণের...

১৯৯০ সালে কাশ্মীরি পন্ডিতদের ঘর ছাড়ার ঘটনায় তুলে ধরা হয়েছে ছবিতে। আজকের প্রেক্ষাপটে ভীষনই প্রাসঙ্গিক এই ঘটনাটিই ট্রেলারে ফুটে উঠেছে।ছবির প্রধান চরিত্রে নতুন দুই অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে। আদিল খান, এবং সাদিয়া। আবহসঙ্গীতের দায়িত্বে রয়েছেন এ আর রহমান।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?