বলিউডে প্রথম করোনা, আক্রান্ত 'বেবি ডল' গায়িকা, বিদেশ সফর গোপন করায় বিপত্তি

Published : Mar 20, 2020, 03:04 PM ISTUpdated : Mar 20, 2020, 03:32 PM IST
বলিউডে প্রথম করোনা, আক্রান্ত 'বেবি ডল' গায়িকা, বিদেশ সফর গোপন করায় বিপত্তি

সংক্ষিপ্ত

বলিউডে এবার করোনার থাবা করোনায় আক্রান্ত হলেন বলিউড গায়িকা বিদেশ সফরের তথ্য গোপন করেছিলেন বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাঁকে

বিনোদন জগতে পরোক্ষভাবে করোনা থাবা বসিয়েছে বেশ কিছুদিন ধরে। তবে করোনায় আক্রান্তের সংখ্যাটাও নেহাতই কিছু কম নয়। বলিউডের একাধিক তারকার শরীরে ইতিমধ্যেই মিলেছে করোনার নমুনা। রয়েছেন তাঁরা কোয়ারেন্টাইনেও। টম হ্যাংকস, ক্রিস্টোফার হিফজু, ইন্দিরা বর্মা সহ একাধিক হলিউড তারকাদের পর এবার করোনা থাবা বসালো বলিউডে।

আরও পড়ুন-রিল দুনিয়ায় মহামারীর সঙ্গে যুদ্ধ করতে করতেই বাস্তব জীবনে করোনায় আক্রান্ত ড্যানিয়েল

আরও পড়ুন-অবশেষে সুবিচার মিলল নির্ভয়ার, ধর্ষকদের ফাঁসিতে খুশি বলি তারকারা

 

 

বলিউডে প্রথম করোনা সংক্রমক। শুক্রবারই করোনার নমুনা মিলল বেবি ডল গায়িকা কণিকা কাপুরের শরীরে। এই প্রথম বলিউড কোনও তারকার শরীরে মিলল করোনা। এর আগে বি-টাউনে কোনও তারকাই সংক্রমক হননি। বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কণিকা কাপুরকে। সম্প্রতি তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। সেই তথ্য গোপন করে যান সকলের কাছে। 

আরও পড়ুনঃকরোনা থেকে বাঁচতে হাত ধুতে গিয়ে হচ্ছে সাংঘাতিক ভুল, মনে করিয়ে দিলেন মধুমিতা

কোভিড ১৯-এর হদিশ মেলার পর সত্যতা সামনে উঠে আসে। সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন কণিকা কাপুর। বলিউড গায়িকা রীতিমত নিয়ম ভেঙে সেই তথ্য গোপন করে যান। ১৫ই মার্চ ভারতে ফেরেন তিনি। কোয়ালেন্টাইনে না গিয়ে লুকিয়ে গিয়েছিলেন সেই তথ্য। শুক্রবার সামনে আসে সম্পূর্ণ ঘটনা।  লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে। গায়িকার পরিবারকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী