সংক্ষিপ্ত

  • করোনা আতঙ্কে সকলেই মেনে চলেছেন হাত ধোয়ার সঠিক কৌশল। 
  • এই কৌশলে অবশ্যই করোনা ভাইরাসের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • কিন্তু হাত ধুতে গিয়ে মারাত্মক ভুল করে বসছেন অনেকেই যা মনে করিয়ে দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। 
     

পরিচালক প্রতীম দাশগুপ্তের 'লাভ আজ কাল পরশু' ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী মধুমিতা চট্টোপাধ্যায়। এর আগে টেলিদুনিয়াতেই ছিল তাঁর অভিনয়ের দাপট। এখন সিনেপর্দায় তাঁকে পেয়ে বেজায় খুশি ভক্তরা। সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মধুমিতা। 

আরও পড়ুনঃ৪০ এও হটনেস অ্যালার্ট, আজও চোখ কপালে তোলে 'কসমিক সেক্স'র ঋ

আরও পড়ুনঃকরোনা আতঙ্কে বাড়িবন্দি গোটা বিনোদন জগৎ, এর মধ্যেই নতুন প্রেম খুঁজে পেলেন দীপিকা পাডুকোন

 

View post on Instagram
 

 

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গিয়ে আমরা সকলেই হাইজিন মেনটেন করছি। একাধিকবার হাত ধুয়ে, স্যানিটাইজ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করছি। এই হাত ধুতে গিয়ে আমরা যে মারাত্মক ভুল করে বসছি তা হল জল অপচয় করা। বেসিনে হাত ধুতে ধুতেই কল খোলা রাখছি। যেহেতু করোনা থেকে বাঁচতে হাত ধোয়ার কৌশল সময়সাপেক্ষ সেই কারণে কল খোলা রাখায় জল অপচয়ও হচ্ছে অনেকখানি। এই সমস্যায় আলো ফেলেছেন মধুমিতা। 

আরও পড়ুনঃকরোনা আতঙ্কে বলিউড, সেলফ আইসোলেশনে বিগ বি

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, মহামারী করোনা থেকে বাঁচতে আমরা অজান্তে বা জেনেই জল নষ্ট করছি। বিষয়টি একাবেরই এড়িয়ে যাওয়ার নয়। চেষ্টা  করুন জল অপচয় না করেই হাত পরিষ্কার করার চেষ্টা করি। করোনার ভয় অনেক কিছুই করছি, তবে এই ভাবে জল নষ্ট না করাই শ্রেয়।