রিলিজ করলো ব্রহ্মাস্ত্রের বহু প্রতীক্ষিত গান 'কেশরিয়া'

Published : Jul 17, 2022, 01:06 PM ISTUpdated : Jul 17, 2022, 01:10 PM IST
রিলিজ করলো ব্রহ্মাস্ত্রের বহু প্রতীক্ষিত গান 'কেশরিয়া'

সংক্ষিপ্ত

অবশেষে রণবীর আলিয়ার ভক্তদের জন্য এল খুশির খবর! বহু প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্রের গান কেশরিয়া মুক্তি পেল রবিবার।

প্রায় এক সপ্তাহ আগে মুক্তি পেয়েছিল রণবীর আলিয়ার বহু প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্রের কেশরিয়া গানের টিজার। অবশেষে এল রণবীর-আলিয়ার ভক্তদের জন্য খুশির খবর। ১৭ জুলাই, রবিবার অবশেষে রিলিজ করলো 'কেশরিয়া'। গানের টিজার দেখার পর রণবীর আলিয়ার এই রসায়ন জাদু করেছিল, গান ঘিরে তৈরি হয়েছিল চরম প্রত্যাশা।অধীর আগ্রহে অপেক্ষা করছিল রনলিয়ার ফ্যানেরা, গানে তাঁদের ম্যাজিক্যাল কেমিস্ট্রি ছাড়াও অরিজিৎ সিং-এর কণ্ঠের জাদু সব মিলিয়ে বহু প্রত্যাশা তৈরি হয়েছে গানটি ঘিরে।

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত