আপনিই একজন হার্টের চিকিৎসক, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠার কামনা সুনীল গ্রোভার ভক্তদের

হার্টের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন কমেডিয়ান তারকা ডঃ মাসুর গুলাটি  থুরি, সুনীল গ্রোভার। মুম্বইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটে হার্টের সার্জারি হয় তাঁর। এখন সুস্থ আছেন তিনি। ভক্তরা তাঁর সুস্থতা কামনা করেছেন। 
 

সুনীল গ্রোভার (Sunil Grover), কমেডিয়ান তারকার এই আসল নামটার থেকেও দর্শক দরবারে তিনি ডঃ মসুর গুলাটি নামে বেশী জনপ্রিয়। দ্য কপিল শর্মা শো-এ এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে আট থেকে আশির মন জয় করেছিলেন তিনি। দ্য কপিল শর্মা শো-এ তাঁর উপস্থিতিই যেন বাড়িয়ে তুলত শোয়ের টিআরপি। কপিল-সুনীশের পারস্পরিক মনমালিন্যের জন্য যখন সুনীল গ্রোভার (Sunil Grover) শো ছেড়ে বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন বহু ভক্তের হৃদয় ভেঙেছিল।  অনেক ভক্তের মতে, তিনি একজন হৃদয় ভাল করার ডাক্তার। কিন্তু দুঃখের বিষয় যিনি সকলের হার্ট (Heart Surgery) ভালো রাখেন তিনি নিজেই এবার হৃদরোগে আক্রান্ত হলেন। হ্যাঁ, বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন কমেডিয়ান তারকা ডঃ মাসুর গুলাটি  থুরি, সুনীল গ্রোভার (Sunil Grover)। মুম্বইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটে হার্টের সার্জারি হয় তাঁর। হাসপাতাল সুত্রের খবর এখন ভালো আছেন সকলের প্রিয় অভিনেতা। রিপোর্ট অনুযায়ী, ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছেন অভিনেতা সুনীল গ্রোভার (Sunil Grover)। এখন কয়েকদিন আপাতত হাসপাতালে চিকিৎসকদের তত্বাবধানেই থাকবেন তিনি। উল্লেখ্য, বুধবার জনপ্রিয় সেলিব্রিটি ফটোগ্রাফার খবরটি ইনস্টাগ্রামে শেয়ার করেন। 

প্রসঙ্গত, হার্টের অসুখে ভুগছিলেন, ছিল বুকে ব্যথাও, ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি হন অভিনেতা সুনীল গ্রোভার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুকে ব্যথা হওয়ার কারণেই ভর্তি হতে হয় সুনীল গ্রোভারকে। তাঁর হৃদযন্ত্রে অপারেশন হয়েছে। অপারেশনের পর এখন ভালো রয়েছেন কমেডিয়ান অভিনেতা। সুত্রের খবর, একটি ওয়েব সিরিজের শ্যুটিং চলাকালীনই বুকে ব্যথা অনুভব করেন সুনীল গ্রোভার। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকরা হৃদযন্ত্রে অপারেশনের সিদ্ধান্ত নেন। হার্ট সার্জারির পর অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। তাঁর অসুস্থতার খবরে সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেছেন ভক্তরা। অনুরাগীদের অনেকেই সোশ্যাল সাইটে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেও লিখছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন কেও আবার লিখছেন, ভগবান আপনাকে সুস্থ করে দিক তাড়াতাড়ি। এক ভক্ত আবার লিখেছেন, আপনি নিজেই আমাদের জন্য হার্টের ডাক্তার, তাড়াতাড়ি সেরে উঠুন। 

Latest Videos

আরও পড়ুন-সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড, প্রয়াত অভিনেতা আবেগঘন শোক বার্তা ইন্ডাস্ট্রির

আরও পড়ুন-সলমনের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার, পাল্টা জবাবে দ্বন্দ্বে জড়ালেন সুনীল গ্রোভার

আরও পড়ুন-ট্রেন্ডে গা ভাসালেন 'জবা', নিমেষে লাইকের বন্যা ছবিতে

দ্য কপিল শর্মা শোয়ে জনপ্রিয় ডাঃ মসুর গুলাটির চরিত্রে অভিনয় করেন সুনীল গ্রোভার। এছাড়াও সিনেমা ও ওয়েব সিরিজেও দেখা যায় তাঁকে। একজন অভিনেতা হিসাবে বলিউডের প্রথম সারির অভিনেতাদের কাছে তিনি খুব প্রিয়। বলা বহুল্য, কিং খান থেকে ভাইজান সকলেরই প্রিয় তারকা সুনীল গ্রোভার।  কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ সানফ্লাওয়ার। সেই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল গ্রোভার। এক সাইকো প্রেমিকের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। গজনী থেকে দেব ডি, ভারত-এর মতো বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে দেখা গেছে এই কমেডিয়ান তারকা সুনীল গ্রোভারকে। সম্প্রতি সলমন খানের সঙ্গে দ্য দাবাং ট্যুরেও গিয়েছিলেন তিনি। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন