কুলি নং ওয়ান-র সেটে নয়া চমক, প্লাস্টিকমুক্তি সেট তৈরি করে নজর কাড়ল টিম

প্লাস্টিক মুক্তি সেট তৈরি হল বলিউডে

পরিকল্পনা করেছিলেন খোদ বরুণ ধাওয়ান

প্লাস্টিক জাতীয় দ্রব্য নিয়ে প্রবেশ করা যাবে না সেটে

সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হল গোটা টিম

পরিবেশ নিয়ে কম বেশি সচেতনা দেখাচ্ছেন এখন সকলেই। দীর্ঘদিন ধরে জ্বলতে থাকা আমাজনের ঘটনাতেই যেন আরও একটু নরেচড়ে বসলেন সকলেই। সেই দিকে নজর রেখেই পরিবেশকে ঠিক কী কী উপায় দূষণমুক্ত রাখা যায় তা নিয়ে চিন্তার ভাঁজ সকলেরই কপালে। সম্প্রতিই নরেন্দ্র মোদী ঘোষণা করছেন আগামী ২রা অক্টোবর থেকে প্লাস্টিক বর্জণের। সেই পথেই হেঁটে এবার নজির গড়লেন বরুণ ধাওয়ান ও তাঁর টিম।

আরও পড়ুনঃ বলিউডের সেরা দশ আইটেম ডান্সার, যাদের পারিশ্রমিক জানলে অবাক হবেন

Latest Videos

বর্তমানে সারা আলি খান ও বরুণ ধাওয়ান ব্যস্ত কুলি ছবির শ্যুটিং নিয়ে। সেই ছবির সেটই এবার প্লাস্টিক মুক্ত করে তৈরি করা হয়। সেই খবর সোশ্যাল মিডিয়ায় দিয়ে পোস্ট করলেন খোদ ছবির অভিনেতা। সেখানেই দেখা গেল গোটা টিমকে।

আরও পড়ুনঃ আবার দেখা মিলবে শ্রীদেবীর, তোলা যাবে সেলফি, সিঙ্গাপুর উড়ে গেলেন জাহ্নবী

সম্প্রতিই পরিবেশ রক্ষার ডাক দিয়ে রাস্তায় নামতে দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুরকে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তিনি সাধারণ মানুষের সঙ্গে। সাধারণ মানুষদের কাছে একটা বার্তা পৌঁছনো প্রয়োজন, যদি তাঁদের প্রিয় তারকারা এই ধরনের পদক্ষেপ নেন, তবে সচেতনা বাড়িয়ে তোলা অনেক বেশি সহজ হয়ে যায়। 

 

 

অভিনব এই উদ্যোগের পেছনে রয়েছেন খোদ ছবির অভিনেতা বরুণ ধাওয়ান। এই প্রথম বলিউডের কোনও সেটকে সম্পূর্ণরূপে প্লাস্টিক ফ্রি করা হল। সেটে কারুর প্লাস্টিক নিয়ে প্রবেশ করার অনুমতি থাকবে না। ব্যবহার করা হবে না কোনও প্লাস্টিকের দ্রব্য। 
 

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari