বলিউডের সেরা দশ আইটেম ডান্সার, যাদের পারিশ্রমিক জানলে অবাক হবেন
বলিউডের প্রথম সারির বেশ কিছু অভিনেত্রী পুরো একটা সিনেমা করতে হয়তো এর থেকে অনেক কম পারিশ্রমিক নিয়ে থাকেন। বলিউডে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে ছবির স্টাইল থেকে উপস্থাপনার, কিন্তু আইটেম ডান্সের কদর তখনও যতটা ছিল এখনও ততটাই আছে। বেশ কিছু ছবির পরিচিতি তৈরি করে দেয় সেই ছবির আইটেম ডান্স। ফলে সেই নাচের জন্য যে অভিনেত্রীদের চাহিদা বর্তমানে সর্বাধিক তাঁদের পারিশ্রমিক শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য। জেনে নিন এই মুহুর্তে সেরা দশে রইলেন কোন অভিনেত্রীরা।
110

মালাইকা আরোরাঃ মলেলিং থেকে আইটেম ডান্স, মালাইকার উপস্থিতিই যেন ছবির এক অতিরিক্ত মাইলেন। একটি গানের শ্যুটিং-এর জন্য মালাইকা পারিশ্রমিক নিয়ে থাকেন ১.৭৫ কোটি টাকা।
210
করিনা কাপুরঃ বিটাউনের এই অভিনেত্রীর কদরই আলাদা। ২০০০ সাল থেকে টানা ১৯ বছর একচেটিয়া রাজত্ব করেগিছেন তিনি। একের পর হিট ছবির সঙ্গে উপহার দিয়েছেন বেশ কিছু আইটেম ডান্সও। যার মধ্যে উল্লেখ যোগ্য হল ফেবিকল গান। একটি আইটেম ডান্স করতে তিনি নিয়ে থাকেন ৫ কোটি টাকা।
310
প্রিয়ঙ্কা চোপড়াঃ রামলীলা ছবির আইটেম ডান্স এখনও সেরা আইটেম ডান্সগুলোর মধ্যে একটি। তিনি একটি আইটেম ডান্স-এর জন্য নিয়ে থাকেন ৪.৫ কোটি টাকা।
410
চিত্রাঙ্গদা সিংঃ আও রাজা গান মুক্তি পাওয়ার পরই লাইম লাইটে এসেছিলেন এই অভিনেত্রী। তারপর থেকেই এই নায়িকার চাহিদা ক্রমেই বেড়েছে। বর্তমানে তিনি একটি আইটেম ডান্সের জন্য নিয়ে থাকেন ৮০ লাখ টাকা।
510
ক্যাট্রিনা কাইফঃ বলিউডে পা রাখার সময় এই নায়িকা নাকি নাচই জানতেন না। আজ হয়তো এই কথা অনেকের কাছেই অবিশ্বাস্যকর মনে হতে পারে। কারণ শিলা গার্ল যেভাবে নিজের নাচের জাদুতে মাতিয়ে রেখেছিন তাতেই কাবু তাঁর ভক্ত মহল। তিনি নাচের জন্য নিয়ে থাকেন ৫০ লাখ টাকা।
610
সানি লিওনঃ বর্তমানে এই নায়িকার চাহিদা বিস্তর। সিনেমা থেকে শুরু করে আইটেম গানে, তাঁর উপস্থিতিতেই বাজিমাত। তিনি একটি গানের সঙ্গে নাচতে নিয়ে থাকেন তিন কোটি টাকা।
710
জ্যাকলিনঃ সম্প্রতিই সাহো ছবিতে তাঁর আইটেম ডান্স ব্যাড বয় ইতিমধ্যেই ছাড়িয়েছে মিলিয়ন ভিউ। একটি গানের সঙ্গে ডান্স করতে তিনি নিয়ে থাকেন ২ কোটি টাকা।
810
মল্লিকা শেরাওয়াতঃ আইটেম ডান্সে তাঁর চাহিদাও কিছু কম নয়, একটি নাচের জন্য তিনি পারিশ্রমিক নেন ১.৫ কোটি টাকা।
910
বিপাসা বসুঃ ধুম ছবিতে বিপাসার নজর কাড়া উপস্থিতি, সঙ্গে ফির হেরাফেরি, প্রভৃতি ছবিতে তিনি আইটেম ডান্স করেছেন। বর্তমানে তাঁর পারিশ্রমিক ৩০ থেকে ৫০ লাখ।
1010
নোরা ফাতেহিঃ সবে মাত্র তিনটি গানে তাঁকে পেয়েছে দর্শক। এরই মধ্যে তিনি জনপ্রিয়তার তুঙ্গে। ডিলবার ডান্সের মধ্যে দিয়েই তিনি বাজিমাত করেছেন। বর্তমানে একটি ডান্সের জন্য তিনি নিয়ে থাকেন ৫০ লাখ টাকা।
Latest Videos