ড্রাগের নেশার থেকে মারাত্মক রণবীরের ভালবাসা, দীপিকার পোস্ট ঘিরে শোরগোল

Published : Nov 19, 2019, 05:57 PM ISTUpdated : Nov 19, 2019, 05:58 PM IST
ড্রাগের নেশার থেকে মারাত্মক রণবীরের ভালবাসা, দীপিকার পোস্ট ঘিরে শোরগোল

সংক্ষিপ্ত

ড্রাগের নেশায় আসক্ত হলেন দীপিকা পাড়ুকোন রণবীরের ভালবাসা ড্রাগেরও থেকেও মারাত্মক নিজের এই নেশার খবরটাও নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় রণবীরের ভালবাসা ছাপিয়ে গেছে ড্রাগের নেশাকে  

ড্রাগের নেশায় আসক্ত হলেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললেই এই খবরটি সবার প্রথমে নজরে আসছে। মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে খবরটি। বলিউডের প্রথম সারির নায়িকা নাকি ড্রাগের নেশায় মেতেছেন। খবরটি প্রকাশ্যে আসা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

 

আরও পড়ুন-তবে কি বিয়ের পিড়িতে বসতে চলেছেন সৃজিত, কিন্তু পাত্রী কে...

সম্প্রতি কয়েকদিন আগেই স্বামী রণবীরের সঙ্গে প্রথম বিবাহবার্ষিকীর উদযাপন করলেন অভিনেত্রী। একের পর এক ছবিতে উপচে পড়েছিল সোশ্যাল মিডিয়া। তিরুপতি, অমৃতসর মন্দিরে পুজো দিয়ে সেখানকার বিভিন্ন ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। তবে কী হল হঠাৎ? কেনই বা ড্রাগ নিচ্ছেন দীপিকা? এই প্রশ্নই সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। নিজের এই নেশার খবরটাও নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-রাণু মণ্ডলের প্রেমিকের নাম ডোনাল্ড ট্রাম্প, এমনই সব আজব মিম-এ এখন ছেয়ে নেটদুনিয়া...

এ ড্রাগ কিন্তু মারাত্মক। ভালবাসা ছাপিয়ে গেছে ড্রাগের নেশাকে। বিষয়টি একটু খোলসা করে বলা যাক, আসলে রণবীরের ভালবাসা ড্রাগেরও থেকেও মারাত্মক। আর সে কথাও নিজে  জানিয়েছেন ভক্তদের। রণবীরের একটি ছবি শেয়ার করেছেন দীপিকা। যেখানে দেখা যাচ্ছে, রণবীরের টি-শার্টে লেখা রয়েছে 'লভ ইজ অ্যা সুপার পাওয়ার'। আর এই ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, 'তুমি আমার সুপার ড্রাগ'।
 

PREV
click me!

Recommended Stories

কয়েক মিনিটের এই টিজার জুড়ে টান টান উত্তেজনা, মুক্তি পেল 'বর্ডার ২'-র ঝলক
বক্স অফিসে 'ধুরন্ধর'-র ঝড়, জেনে নিন কোন অভিনেতা কত পারিশ্রমিক নিলেন, রইল তালিকা