
আর মাত্র ১ দিনের অপেক্ষা। বিগ ফ্রাই-ডে তে বিগস্ক্রিনে মুক্তি পাবে দীপবীর জুটির বহুপ্রতিক্ষীত ছবি ৮৩(83) । তারপরই বড়পর্দায় ব্য়াট হাতে ঝড় তুলবেন বলিউডের সুপারস্টার রণবীর সিং(Ranveer singh)। রিয়েল লাইফের মত রিল লাইফেও বলিউডের আগামী ছবি ৮৩-তে রণবীর সিং থুরি কপিল দেবের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলিডিভা দীপিকা পাডুকোনকে। সিনেমা মুক্তির আগে হয়ে গেল এর ছবির প্রিমিয়ার(83 premiere)। সিনেমার পর্দাতেই হোক বা বাস্তব জীবনে দীপবীরের উপস্থিতি বরবারই ঝড় তোলে ভক্ত হৃদয়ে। ৮৩-র প্রিমিয়ারেও কিন্তু সেই একই চিত্র ধরা পড়ল। কেয়ারিং হাসব্যান্ড হিসাবে বলিপাড়ায় বেশ নাম ডাক রয়েছে রুপোলি পর্দার আলাউদ্দিন খিলজির। দীপবীর অভিনীত আসন্ন মুভি ৮৩-র প্রিমিয়ারে(83 premiere) ফের সেই কথাটা প্রমান করলেন বলিউডের বাজিরাও। কবীর খান পরিচালিত বলিউডের বহুপ্রতিক্ষীত ছবি ৮৩-র(83) প্রিমিয়ারে দীপবীরের গ্র্যান্ড এন্ট্রি নজর কেড়েছিল সকলের। শুধু তাই নয়, ডার্ক বটল গ্রিন কালারের ডিপ নেকলাইনের বডি হাগিং অফ সোলডার গাউনে পাপারাতজিদের ক্যামেরার ফ্ল্যাশলাইটে নজর কেড়েছিল বলিউডের রানি পদ্মাবতীর দিকেই। আর দীপস সুন্দরীর দিক থেকে যার নজর মোটেই সরেনি তিনি নান আদার দ্যান রণবীর সিং। তিনিও অবশ্য একেবারে নিজস্ব স্টাইলে সাদা দুধ সাদা শার্টে প্রিমিয়ারেই ছক্কা হাকিয়েছেন বলা যায়। একটা কথা কিন্তু বলাই বাহুল্য, দীপিকার হট অ্যান্ড বোল্ড লুক যেমন ঝড় তোলে রুপোলি পর্দায় ঠিক সেই চিত্রটাই ফুটে ওঠে বাস্তবের মাটিতে। কবীর খানের আসন্ন ছবি ৮৩-র প্রিমিয়ার কিন্তু ইতিমধ্যেই সুপার হিট. এবার দেখার যে রুপোলি পর্দায় দীপবীর অভিনীত স্পোর্টস ড্রামা ৮৩ দর্শক দরবারে কতটা গ্রহণযোগ্যা হয়ে ওঠে।
দর্শক দরবারে ক্রিসমাসের উপহারের(Christmas gift) দিতে তৈরী দীপবীর(Deepveer) জুটি। কবীর খানের নির্দেশনায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেবের আদলে নিজেকে গড়ে তুলতে চেষ্টা করেছেন অভিনেতা রণভীর সিং। সিলভারস্ক্রিনে অভিনয় দক্ষতায় ৮৩-র বিশ্বকাপের প্রেক্ষাপট তুলে ধরতে রীতিমত অনুশীলন করতে হয়েছে বলিউডের এই সুপারস্টারকে। ৮৩-র অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে গ্ল্যাম ক্যুইন দীপিকা পাডুকোনের এই ছবিতে উপস্থিতি। প্রসঙ্গত, কবীর খান পরিচালিত আসন্ন ছবি ৮৩-তে রণবীরের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করবেন দীপস সুন্দরী। কপিল দেবের স্ত্রী রমা দেবের ভূমিকায় অভিনয় করবেন রুপোলি পর্দার রানি পদ্মাবতী। এক ছবিতে দীপবীরের উপস্থিতি সেই ছবির প্রতি দর্শকের আকর্ষণকে যে একটু তোল্লাই দেয় তা বলার অপেক্ষা রাখে না। সর্বোপরি ২০১৮ সালে বিয়ের পর টিনসেল টাউনের স্বামী-স্ত্রী জুটির প্রথম ছবি হতে চলেছে ৮৩ । স্পোর্টস ড্রামা ৮৩-র অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জিভা, হার্ডি স্য়ান্ধু,তাহির রাজ বাসিন,অ্যামি ভ্রিক,পঙ্কজ ত্রিপাঠী, সাহেব সেলিম, চিরাগ পাটিল,যতীন শর্মা সহ বলিপাড়ার একঝাঁক তারকাকে।
আরও পড়ুন-83 Movie: পরিচালক রাজকুমার হিরানির স্মৃতিতে ৮৩, মধ্য রাতে রাস্তায় সেলিব্রেশন
দুবাইতে(Dubai) অনুষ্ঠিত রেড সি ফিল্ম ফেসটিভ্যালে(Red Sea Film Festival) প্রদর্শিত হয়েছিল ছবিটি। আর তারপরের ঘটনা একেবারে তাক লাগিয়ে দিয়েছিল টিম ৮৩-কে। ফিল্ম ফেস্টিভ্যালে এই সিনেমা প্রদর্শিত হওয়ার ঠিক ১ ঘন্টা পরই বুর্জ খলিফায়(Burj Khalifa) দেখা যায় এই সিনেমার ক্লিপিংস যা দেখে রীতিমত তাজ্যব বনে গিয়েছিল ছবির পরিচালক থেকে দীপবীর ও কপিল দেব স্বয়ং।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।