ঘনিষ্ঠতায় মজে দীপ-বীর, মন্তব্য করলেন করিশ্মা কাপুর

Published : May 25, 2020, 03:33 AM IST
ঘনিষ্ঠতায় মজে দীপ-বীর, মন্তব্য করলেন করিশ্মা কাপুর

সংক্ষিপ্ত

লকডাউনে ভক্তদের জন্য লাভি-ডাভি ছবি দীপিকা পাডুকোনের ঘনিষ্ঠতায় মজে দীপিকা-রণবীর ভিডিও পোস্ট করলেন সেলেব দম্পতি ভিডিও দেখে মন্তব্য করলেন করিশ্মা কাপুর

সোশ্যাল মিডিয়ায় লাভি-ডাভি পোস্ট দীপিকা পাডুকোনের। রণবীর সিংকে চেপে ধরে চুমু খাচ্ছেন দীপিকা। সেই ভিডিও পোস্ট করেন দীপিকা। তারপরই সকলের প্রশংসায় ভরছে কমেন্ট সেকশন। করিশ্মা কাপুর এই ভিডিও দেখে হার্ট রিয়্যাক্ট করেছেন। প্রসঙ্গত, দীপিকা পাডুকোনের নয়া উদ্যোগেও প্রশংসার পুল বাঁধছে নেটিজেনরা। পরিযায়ী শ্রমিকদের নিয়ে চিন্তা ভাবনা, গার্হস্থ্য হিংসা নিয়ে আওয়াজ তোলা সবই বলিউডে হয়ে আসছিল এতদিন ধরে। 

এবার মানসিক অবসাদে থাকা মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দীপিকা পাডুকোন। নিজের ইনস্টাগ্রামে একটি গাইড তৈরি করেছেন দীপিকা। সেখানেই ধীরে ধীরে আপলোড করবেন নানা উপায়। যা সাহায্য করবে মানসিক অবসাদ ভোগা মানুষদের। তিনি সেই গাইডটি শেয়ার করে লিখেছেন আমাদের শারীরিক অবস্থা মতই মানসিক অবস্থাও অত্যন্ত জরুরি।

 

 

দীপিকা পাডুকোন সে সকল কম সংখ্যক তারকাদের মধ্যে পড়েন যিনি নিজের মানসিক অবসাদ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। এবং সেই বিষয়  অসংখ্য সাক্ষাৎকারও দিয়েছেন। আজও তিনি বেশ কিছু সাক্ষাৎকারে নিজের সেই মুহূর্তগুলির কথা বলতে বলতে কেঁদে ফেলেন। লকডাউন থাকুক বা না থাকুক, যে বিষয়টি খুব সহজেই সকলেই এড়িয়ে যায়, তা হল মানসিক অবসাদ। এখনও এমন অনেক মানুষ আছেন যারা মানসিক অবসাদকে পাগলামোর নাম দিয়ে বেড়ায়। তবে শরীরিক সুস্থতার মতই যে মানসিক সুস্থতাও অত্যন্ত প্রয়োজনীয় তা বোঝালেন দীপিকা।

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে