বিছানায় ফেলে চুম্বন থেকে মাঝসমুদ্রে শরীরী খেলা, বোনের হবু বরের সঙ্গে রোম্যান্সে 'ডুবে' গেলেন দীপিকা

 সদ্যই মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি  'গেহরাইয়া'- ট্রেলার।  ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে দীপিকার যৌনতায়  ডুব দিয়েছে নেটিজেনরা। এবার ট্রেলারের পর 'গেহরাইয়া'-র প্রথম গান 'ডুবে' মুক্তি পেল। পুরো গান জুড়েই দীপিকা  ও সিদ্ধান্তের রোম্যান্স নজর কেড়েছ। ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে।

বিয়ের পর এতটা সাহসী চরিত্রে  নিজেকে কখনও মেলে ধরেনি বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।  এই প্রথমবার যেন নিজেকে উজাড় করে দিলেন দীপিকা পাড়ুকোন। বোনের হবু বরের শরীরী নেশায় তীব্র আকর্ষণের জন্য একের পর এক ভুল করে গেছেন দীপিকা পাড়ুকোন। অথচ এই প্রেমের মায়াজাল কাটিয়ে বেরোতেই পারছেন না দীপিকা পাড়ুকোন। সদ্যই মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি  'গেহরাইয়া'- ট্রেলার। ত্রিকোণ-প্রেম-পরকীয়া নিয়ে সম্পর্কের জটিল ধাঁধার ইঙ্গিতের আভাস ট্রেলারেই মিলেছে। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে দীপিকার (Deepika Padukone) যৌনতায়  ডুব দিয়েছে নেটিজেনরা। এবার ট্রেলারের পর 'গেহরাইয়া'-র প্রথম গান 'ডুবে' মুক্তি পেল। পুরো গান জুড়েই দীপিকা  ও সিদ্ধান্তের রোম্যান্স নজর কেড়েছ। ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে।

রণবীর সিং হোক রণবীর কাপুর, এত গভীর রোম্যান্সে দীপিকাকে কখনও দেখেননি দর্শক। তবে সিদ্ধান্তের সঙ্গে শরীরী নেশায় নিজেকে যেভাবে উজাড় করে দিয়েছেন তা সকলেরই নজর কেড়েছে। প্রথমে ছবির ট্রেলার তারপর ছবির গান, দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) নিয়ে সর্বদাই চর্চা চলেই আসছে সোশ্যাল মিডিয়ায়। এর আগে কোনও সিনেমার কারণে এতটা শিরোনামে আসেননি দীপিকা পাড়ুকোন। তৃতীয় ব্যক্তির প্রবেশ,নতুন সম্পর্ক তৈরি হওয়া বাস্তবে এরকম ঘটনা হামেশাই ঘটেই চলেছে। এবার পরকীয়া-দাম্পত্যের বেড়াজালে আটকে পরেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । এবার তা থেকে মুক্তি পেতে নয়া সম্পর্কে জড়িয়ে পড়ার গল্প বলবে 'গেহরাইয়া'। পরনে স্পোর্টস ব্রা, বিছানায় শুয়ে সিদ্ধান্তের ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম খাচ্ছেন দীপিকা পাড়ুকোন , কখনও আবার সমুদ্রের জলেও জমে উঠেছে তাদের গাঢ় রোম্যান্স।

Latest Videos

 


ছকভাঙা ভিন্ন সম্পর্কের রয়াসন নিয়ে কৌতুহল বাড়েছে অনুরাগীদের মধ্যে। ট্রেলারেও সেই উত্তেজনা জিইয়ে রাখলেন পরিচালক। মাত্র ২ মিনিট ৪২ সেকেন্ডের এই  ট্রেলারেই দীপিকা ও সিদ্ধান্তের চরম রোম্যান্স নজর কেড়েছে নেটিজেনদের। বোনের প্রেমিকের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন আলিশা। ত্রিকোণ প্রেমের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, সেই গল্পই তুলে ধরবে শকুন বাত্রার 'গেহরাইয়া' ছবি।  ছবিতে অনন্যা পান্ডের তুতো বোনের চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । এবং অনন্যার প্রেমিকের চরিএে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে। এবং দীপিকার প্রেমিকার ভূমিকায় দেখা যাবে ধৈর্যকে। নিজের ব্যক্তিগত জীবনে একেবারেই খুশি নন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। একবার তারা চারজন মিলে একসঙ্গে বেড়াতে যান। এবং বেড়াতে গিয়ে সিদ্ধার্থ ও দীপিকা একে অপরের প্রেমে পড়েন। বোনের প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন আলিশা ওরফে দীপিকা। শুরু থেকেই আলিশার প্রতি জায়েনের টান লক্ষ্য করা গেছে। সমাজ, পরিবারের তোয়াক্কা না করে পরস্পরকে কাছে পাওয়ার জন্য চরম ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা। এবার কি তবে বদলে যাবে আলিশার জীবন। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ্যে আসতেই উত্তেজনা যেন দ্বিগুণ বেড়েছে ভক্তদের মধ্যে। আপাতত ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। এতদিনের  অভিনয়ের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রগুলির মধ্যে একটি চরিত্র হল আলিশা।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury