'এতই যদি চিন্তা সুশান্তের শেষকৃত্যে দেখা যায়নি কেন আপনাকে', দীপিকাকে একহাত নিল পাপারাৎজী

  • সুশান্ত সিং রাজপুতের ভিডিও নিয়ে বিরোধিতা করেছিলেন দীপিকা
  • পাপারাৎজীর বিরুদ্ধে করেছিলেন ট্যুইট
  • এবার পাল্টা জবাব দিল পাপারাৎজী
  • কেন তাঁকে দেখা যায়নি সুশান্তের শেষকৃত্যে, প্রশ্ন তুললেন তারা

এক পাপারাৎজীকে সম্প্রতি উচিত শিক্ষা দিয়েছিলেন সুশান্তের মরদেহের ভিডিও পোস্ট করার জন্য। বিভিন্ন পাপারাৎজীর পেজ এখন ভরে গিয়েছে সুশান্তের পুরনো, নতুন, শেষকৃত্যের ছবি-ভিডিওতে। যে সকল পাপারাৎজী আগে সুশান্তের একটি ছবিও পোস্ট করত না তারা একদিন প্রায় কুড়িটি পোস্ট সুশান্তকে নিয়ে দিয়ে চলেছে। এরই মধ্যে একজন পাপারাৎজী সুশান্তের মরদেহ হাসপাতাল থেকে শশ্মানে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুনঃ'তোমার আর সুশান্তের কোনও রসায়নই নেই', নাক শিঁটকালেন করণ, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

Latest Videos

সেই পোস্টের নিচে লেখা, "অনুরোধ করছি আমার তোলা এই ছবি ও ভিডিও কেউ নিজের প্রোফাইলে পোস্ট করতে পারবেন না আমার লিখিত অনুমতি ছাড়া।" এতেই ক্ষোভ উগরে দিলেন দীপিকা। সেই পোস্টের কমেন্ট সেকশেন অভিনেত্রীর রোষ পড়তে হল সেই পাপারাৎজীকে। এমনকি দীপিকার মন্তব্যে সমর্থন জানিয়েছে নেটিজেনরাও। দীপিকা লেখেন, "আচ্ছা, তোমার কি এই ভিডিওটা পোস্ট করা উচিত হয়েছে। তাও আবার ওর পরিবারের থেকে কোনও অনুমতি না নিয়েই ভিডিওটি করেছ। আবার পোস্টও করে দিয়েছ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এটা করার আগে ভাবা উচিত ছিল না কি।" এর পাল্টা জবাবে পাপারাৎজীর প্রশংসায় ভরে উঠল সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুনঃঅ্যাওয়ার্ড অনুষ্ঠানে জনসমক্ষে করণকে অপমান কঙ্গনার, দেখুন ভিডিও

 

 

তিনি দীপিকাকে ট্যাগ করে লেখেন, "আপনারা নিজেদের পার্টিতে যাদের আমন্ত্রণ জানাচ্ছেন, তাঁদের মধ্যে কেউ যখন মারা যায়, তখন আপনাদের দেখাও পাওয়া যায় না। এই ধরণের নৃশংস ইন্ডাস্ট্রি আগে দেখিনি। একাধিক শেষকৃত্যু, শ্রদ্ধানুষ্ঠান কভার করেছি তবে রাজা মুরাদ এবং অশোক পন্ডিত ছাড়া কাউকে দেখিনি। আপনার কি মনে আমি বাসু চট্টোপাধ্যায়ের শ্রদ্ধানুষ্ঠান কভার করেছিলাম টাকার জন্য? আমরা ছাড়াও বহু চ্যানেল শ্রদ্ধানুষ্ঠানে কোনও নিয়মাবলী না মেনেই কভার করছিল। তবুও পাপারাৎজীকেই অবশেষে অপমানিত হতে হয়।"

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র