রণবীর সিং-কে কেমন দেখতে ছিল, ছোটবেলার ছবি শেয়ার করে বরের প্রতি প্রেম নিবেদনে দীপিকা

Published : Jul 12, 2019, 01:23 PM ISTUpdated : Jul 12, 2019, 01:25 PM IST
রণবীর সিং-কে কেমন দেখতে ছিল, ছোটবেলার ছবি শেয়ার করে বরের প্রতি প্রেম নিবেদনে দীপিকা

সংক্ষিপ্ত

রণবীর সিং-এর ছোটবেলার ছবি শেয়ার করলেন দীপিকা বর্তমানে ছবির কাজ নিয়ে ব্যাস্ত এই দম্পতি প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রেম বিতরণ করলেন নায়িকা জুটির সম্পর্কের রসায়নে মুগ্ধ দর্শক

বলিউডে পা রাখার পর থেকেই ভক্তদের নজর কাড়েন রণবীর সিং। তবে নিজের ভক্ত যদি হয় দীপিকা পাড়ুকোন তবে কার না ভালো লাগে। সেই দিক থেকে রণবীর সত্যিই ভাগ্যবান। প্রকাশ্যেই তাঁর প্রতি প্রেম বিলিয়ে বেরাচ্ছেন তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন। রামলীলা সেটে তাদের আলাপ। সেখান থেকেই দীপিকার প্রেমে মুগ্ধ রণবীর বার বার জাহির করেছিলেন তিনি দীপিকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তারপরই লাভ লেডির মন জয় করে পুরো দমে চালিয়ে যান প্রেম পর্ব। মোটের ওপর ছয় বছর একে অন্যকে ডেটিং করার পর সাত পাকে বাঁধা পরেন তাঁরা।

আরও পড়ুনঃ অনবদ্য অভিনয়ে নজর কাড়লেন হৃত্বিক রোশন, পড়ুন সুপার ৩০ ছবির রিভিউ

এরপর থেকেই বলিউডের এই জুটিকে নিয়ে বেজায় মাতামাতি করেন ভক্তরা। এবার সেই ভক্তদের কাছেই তাদের প্রিয় অভিনেতার ছোটবেলার ছবি শেয়ার করলেন খোদ দীপিকা পাড়ুকোন। রণবীর সিং মানেই খানিক আজব পোশাক, আচরণ, যা তাঁকে আর পাঁচ জনের থেকে অনেকটা আলাদা করে তুলেছে। সেই অভিনেতাই এক অনুষ্ঠান বাড়িতে মগ্ন ছিলেন গোলা খেতে। 

 

 

ছবি শেয়ার করে এদিন দীপিকা পাড়ুকোন একগুচ্ছ প্রশংসা করে ফেললেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে। নিজের বন্ধু, বর, ভালোবাসা বলেও তাঁকে সম্বোধন করেন তিনি। সঙ্গে তিনি এও জানান,-'এভাবেই থেকো, আমি তোমাকে ভালোবাসি। প্রকাশ্যেই এই প্রেম নিবেদনে বোঝাই যায় এই জুটির সম্পর্কের গভীরতা'। বর্তমানে তাঁরা ব্যাস্ত কপিল দেব-এর বায়োপিকের কাজ নিয়ে। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Car Accident: পথ দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কলের গাড়ি, কেমন আছেন এই তারকা দম্পতি?
বদলে দেওয়া হয়েছিল সিনেমার গল্প, সিকান্দার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রশ্মিকা