Gehraiyaan Trailer: রাত পোহালেই গেহেরাইয়ার ট্রেলার, দীপিকার আগামীর অপেক্ষায় ভক্তমহল

২০ জানুয়ারি প্রকাশ্যে আসতে চলেছে ছবির ট্রেলার, তা ঘিরেই এখন নেট পাড়ায় উত্তেজনার পারদ তুঙ্গে। 

দীপিকার স্পেশ্যাল বার্থ ডে (Deepika Padukone Birthday Special) গিফট বলে কথা। গেহেরাইয়া নিয়ে দর্শক মনে যে উত্তেজনার পারদ তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। সিনেদুনিয়া দাপটের সঙ্গে অভিনয় করা এই সেলেবের বিপুল পরিমাণ ভক্তের সংখ্যা। দিনভর নানান পরিকল্পনার মাঝে জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার দিতে ভোলেননি তিনি। শেয়ার করেছিলেন তাঁর আগামী ছবি গেহেরাইয়ার (Gehraiyaan)-র খবর। সোশ্যাল মিডিয়ায় যা ঝড়ের গতিতে হয়ে উঠেছিল ভাইরাল। একের পর এক ছবির মুক্তি যখন পিছিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ই দীপিকা (Deepika Padukone) ঝড়ের গতিতে একের পর এক ছবি সাক্ষর করছেন, মুক্তির তালিকাতেও রয়েছে বেশ কয়েকটি, তারই মাঝে সামনে এসেছিল গেহেরাইয়ার খবর. কেবল খবর নয়, ছবি থেকে একাধিক ফ্রেমও শেয়ার করেছিলেন তিনি। যেখানে দেখা গেল দীপিকার ঠোঁটে চুম্বনে মত্ত সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi)।  

 

Latest Videos

 

আর তাতেই যেন এক ধাক্কায় ছবির প্রতি খিদে বাড়িয়ে তোলে, সিদ্ধান্তের সঙ্গে পর্দায় এবার দীপিকার কেমিষ্টির ঠিক কতটা জমজমার, তাই দেখার। বলিউডে পা রাখা মাত্রই একের পর এক ছবি পকেটে পুলেছেন স্টার সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi), সিনে দুনিয়ার পায়ের তলার মাটি শক্ত করতে তিনি ঠিক কতটা মরিয়া, তার প্রমাণ মিলেছে একাধিকবার, এবারও তার ব্যতিক্রম হল না। গলি বয়-তে ছক্কা হাঁকানোর পর বান্টি অউর বাবলি ২ ছবির সিক্যুয়েলে জায়গা করে নিয়েছিলেন এই স্টার, সেই ছবি বক্স অফিসে (Box Office)  খুব ভালো ফল না করলেও রানি মুখোপাধ্যায় ও সইফের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ মিলেছিল, আর এবার পালা বলিউড ডিভা দীপিকার (Deepika Padukone)  সঙ্গে ফ্রেম শেয়ার। এবার সেই ছবির ট্রেলারের অপেক্ষা। রাত পোহালেই মুক্তি পাবে ট্রেলার। ২০ জানুয়ারি প্রকাশ্যে আসতে চলেছে ছবির ট্রেলার, তা ঘিরেই এখন নেট পাড়ায় উত্তেজনার পারদ তুঙ্গে। 

আরও পড়ুন- VIRAL JANHVI KAPOOR: মুখে ফেস মাস্ক, সানবার্থে হটকুইন জাহ্নবী, শরীরী ভাঁজে নেটপাড়ায় আগুন

আরও পড়ুন- Lata Mangeshkar Health Update: ICU-তে ভর্তি লতা মঙ্গেশকর অনেকটাই সুস্থ

দীপিকা ও সিদ্ধার্থের ছবির পাশাপাশি সকলের সোলো পোস্টারও এদিন সামনে নিয়ে এলেন তিনি। সেখানেই ধরা দিলেন অবিনত্রী অনন্যা পান্ডে   (Ananya Pandey)। গ্রে সেডের প্রতিটা পোস্টারই একল ভিন্ন মাত্রার আবাস দেয়। তবে করোনার কোপে যে ভূল হয়েছে ৮৩-তে তা আবারও করতে নারাজ দীপিকা, আর ঠিক সেই সুবাদেই এবার আর বড় পর্দা নয়, ছোট পর্দাতেই ছবির মুক্তি হবে, অর্থাৎ ওটিটি-কেই ছবির জন্য বেছে নেওয়া হয়েছে। ১১ ফেব্রুয়ারি আমাজন প্রাইমে মুক্তি (Amazon Prime) পাবে এই ছবি, যা আগে ৫ জানুয়ারি মুক্তির কথা ছিল। ছবির পরিচালনা করেছেন শাকন বাত্রা। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন