জনসমক্ষে ফাঁস দীপিকার ব্যক্তিগত ডায়েরি !

Published : Jul 16, 2022, 07:53 PM ISTUpdated : Jul 16, 2022, 08:11 PM IST
জনসমক্ষে ফাঁস দীপিকার ব্যক্তিগত ডায়েরি !

সংক্ষিপ্ত

দীপিকা পাড়ুকোন এমন একজন অভিনেত্রী যিনি সর্বদাই শিরোনামে থাকেন কোনো না কোনো খবরে। তিনি কখনোই 'আউট অফ দ্য ট্রেন্ড' হন না, বরং ট্রেন্ড তাঁকে ফলো করে। এবার নিজের ডায়েরি জনসমক্ষে ফাঁস করলেন  অভিনেত্রী নিজেই। কি বিস্মিত হচ্ছেন? হ্যাঁ নিজের ব্যক্তিগত জীবনের কিছু ঘটনা ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দীপিকা। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত। 

দীপিকা পাড়ুকোন এমন একজন অভিনেত্রী যিনি সর্বদাই শিরোনামে থাকেন কোনো না কোনো খবরে। তিনি কখনোই 'আউট অফ দ্য ট্রেন্ড' হন না, বরং ট্রেন্ড তাঁকে ফলো করে। এবার নিজের ডায়েরি জনসমক্ষে ফাঁস করলেন  অভিনেত্রী নিজেই। কি বিস্মিত হচ্ছেন? হ্যাঁ নিজের ব্যক্তিগত জীবনের কিছু ঘটনা ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দীপিকা। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত। 

বর্তমানে জনপ্রিয় ট্রেন্ডগুলির মধ্যে অন্যতম 'পডকাস্ট শো', 'অডিও বুক' এখন খুবই জনপ্রিয়। যার মধ্যে এবার নতুন সংযোজন হতে চলেছে সেলেবদের 'অডিও ডায়েরি'। আর বলিউডে এই ট্রেন্ডের উদ্বোধন করেন দীপিকা পাড়ুকোন। তিনি চলতি বছরের শুরুতে নিজের ইনস্টাগ্রামে সব পুরোনো পোস্ট ডিলিট করে তার বদলে একটি অডিও ডায়েরি পোস্ট করেছিলেন। সেই অডিও ডায়েরিতে,২০২১ তাঁর কেমন কেটেছে এবং ভক্তদের উদ্দেশ্যে নতুন বছরের শুভেচ্ছা ছিল। তিনি কথা দিয়েছিলেন আবারও তিনি তাঁর ভালোলাগা-খারাপ লাগার অনুভূতিগুলো শেয়ার করে নেবেন। 

বুধবার তাঁর ইনস্টাগ্রামে আবারও একটি অডিও প্রয়াত করেন অভিনেত্রী। যেখাবে তিনি তাঁর ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেছেন, তাঁর ছোটবেলার এক দৈনন্দিন ঘটনার স্মৃতিচারণা করেছেন তিনি, অভিনেত্রীকে সেখানে বলতে শোনা গেছে কিভাবে তিনি প্রতিদিন স্কুল থেকে ফিরে তাঁর পকবন্দের শো 'স্মল ওয়ান্ডার' দেখতে বসে পড়তেন। তাঁর পছন্দের চরিত্র ভিকির কোথাও বলেছেন অভিনেত্রী।

আরও পড়ুন,কেউ মাসাইমারা কেউ প্যারিস,শাহরুখ থেকে রণবীর কে কোথায় প্রপোজ করেছিলেন মনের মানুষকে, জেনে নিন

আরও পড়ুন.প্রথমবার পর্দায় আত্মপ্রকাশ করছেন নভ্যা! কি প্রতিক্রিয়া দাদু অমিতাভের?

তবে এর থেকে একটা বিষয় পরিষ্কার, তা হল বিপণন কৌশল, বলি সেলেবরা অকারণে কোনো কাজ কিন্তু করেননা। তবে দীপিকার নতুন বছরের শুরুতে অডিও ডায়েরি পোস্ট করা ও বুধবারের ফের অডিও ডায়রি পোস্ট করা থেকে জল্পনা শুরু হয়েছে যে এটি কি নিছকই ভক্তদের সঙ্গে নিজের জীবনের ঘটনাগুলি শেয়ার করার মাধ্যম নাকি এটি কোনো বাণিজ্যিক কৌশল? যদিও তাঁর উত্তর স্বয়ং দীপিকা এবং সময়ই দিতে পারবে।

কিছুদিন আগেই স্বামী রণবীর সিং-এর জন্মদিন পালনে ইউএসএ থেকে ঘুরে এসেছেন তাঁরা, ইনস্টাগ্রামে এখনো তাঁদের অবসর যাপনের ছবিগুলি থেকে চোখ ফেরাতে পারছেননা দীপিকা তথা রণবীরের ভক্তরা। ছবি শেয়ার করে রণবীর লিখেছিলেন, 'লাভ টু লাভ ইউ বেবি' দীপিকাকে ট্যাগ করেছিলেন, #বার্থডে#ফটোবাম্প, অপর দিকে দীপিকাও রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, 'আমাদের জীবন প্রচুর অভিজ্ঞতা ও অ্যাডভেঞ্চারে ধন্য হোক'।কাজের প্রসঙ্গে, এই মুহূর্তে প্রচুর ছবি হাতে রয়েছে দীপিকার। হৃত্বিক রোশনের সঙ্গে ফাইটার ছাড়াও শাহরুখের সঙ্গে পাঠানেও দেখা যাবে তাঁকে। এই ছবিতে দীপিকা ছাড়াও রয়েছেন জন আব্রাহাম। পাঠান, ২৫ জানুয়ারি, ২০২৩-এ মুক্তি পাবে। 
 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?