লকডাউনে বাড়িতেই পার্লার, চুল কাটার পদ্ধতি দেখে ঘাবড়ে গেলেন দেব

Published : May 03, 2020, 11:30 AM IST
লকডাউনে বাড়িতেই পার্লার, চুল কাটার পদ্ধতি দেখে ঘাবড়ে গেলেন দেব

সংক্ষিপ্ত

বাড়িতেই নতুন হেয়ার কাট দেবে নয়া লুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা স্টানিং লুকে সকলের নজর কাড়লেন তিনি তবে শুরুতে বেশ ঘাবড়ে গিয়েছিলেন দেব 

লকডাউন কবে উঠবে তার কোনও হদিশ নেই ফলে বেজায় সমস্যায় পড়তে হয়েছে সকলকেই। ঘরে বন্দি থেকে নিজের কাজ করছেন নিজেরাই। এমন কী চুল কাটাও যেন এখন ফ্যাশন ট্রেন্ড। বলিউডে একের পর এক তারকা চুল কাটার ভিডিও থেকে ছবি পোস্ট করেছেন নেট দুনিয়ায়। এবার সেই তালিকাতে নাম লেখালেন সাংসদ দেবও। 

 

 

তবে দেবের কাহিনিটা খতানিকটা আলাদা। অন্যদের ক্ষেত্রে যেমন হেয়ার কাটে পড়ছে অপটু হাতের ছোঁয়া, ঠিক তখনই বাড়িতেই পার্লার পেয়ে গেলেন দেব। নেপথ্যে তাঁর বোন। বেশ কয়েকমাস আগে বোনের পার্লার উদ্বোধন করেছিলেন দেব। যদিও তিনি নিজে খুব একটা পার্লার যাওয়া পছন্দ করেন না। বাড়িতেই নিজেকের শরীরচর্চা করে থাকেন। তবে লকডাউনে বাড়িতে রয়েছেন তাঁর বোন। 

 

 

তাই এবার দেবের হেয়ার কাটে রইল এক নয়া লুক। সোশ্যাল মিডিয়ার পাতায় তা শেয়ার করলেন দেব। হেয়ার কাট হওয়াপর অভিনেতা বেজায় খুশি। কিন্তু প্রথমটাতে বেশ চিন্তিত ছিলেন তিনি। যেখানে তাঁর বোন চুল কাটার চেষ্টা করছিলেন তাতে বেজায় ঘাবড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে সামেন আসে অভিনেতার নয়া লুক। বার্তমানে বাড়িতে থেকে একাধিক কাজ সারছেন দেব। চুপিসারে মানুষের পাশে থাকা থেকে শুরু করে নিয়ে পায়ের ব্যাথা সারিয়ে ফেলা, লকডাউনকে যথা সম্ভব কাজে লাগাতে তৎপর দেব। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য