Disha Patani In Remix: শাহরুখ-কাজলের কালি কালি আঁখে রিমেকে বোল্ড দিশা, কেন নেই আসল জুটি, প্রশ্ন নেটপাড়ার

প্রকাশ্যে কালি কালি আঁখে গানের রিমেক, দিশাতে মন মজলেও আক্ষেপ, নেই শাহরুখ কাজল। 

ইয়ে কালি কালি আঁখে (Yeh Kaali Kaali Ankhen), গানটির সঙ্গে ভক্তমহলের জড়িয়ে একরাশ আবেগ। শাহরুখ-কাজল (Shah Rukh Khan-Kajol), বিটাউনের এই হট জুটির (Bollywood Jodi) প্রতিটি উপস্থাপনাই এক কথায় বলতে গেলে সকলের প্রিয়। তেমনই এক সুপারহিট গান হল কালি কালি আঁখে। তবে বর্তমানে রিমেকের যুগে একের পর এক নস্টালজিয়ায় মোড়ানো গান সেজে উঠছে নতুন রূপ, নতুন লুকে। সেই তালিকাতে এবার নাম লেখালো গান ইয়ে কালি কালি আঁখে। পর্দায় যে গানের জমিয়ে নেচে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন শাহরুখ-কাজল, এবার সেই গানেই ধরা দিলেন বিটাউন বোল্ড স্টার দিশা পাটানি (Disha Patani)। এবার তার ঝলক মিলল সোশ্যাল মিডিয়ার পর্দায়। 

 

Latest Videos

 

দিশা পাটানি, বর্তমানে সিনে দুনিয়ায় এই হটস্টারের বোল্ড লুকই এক কথায় ভাইরাল (Viral Song) । আইটেম ডান্স হোক বা রোম্যান্টিক গান, দিশার উপস্থিতি মানে তা পলকে হিট। তাই এবার নতুন গানের রিমেকে (Remix Song) বেছে নেওয়া হল দিশা পাটানিকে। ঝড়ের বেগে ভাইরাল সেই ভিডিওর ক্লিপিং। ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) এবার নব অবতারে দিশা (Disha Patani)। বরাবরই মিস্ট্রি লুকে দিশা সকবের মন জয় করেছেন, তবে এবার বেশ কিছুটা মন খারাপ শাহরুখ কাজল ভক্তদের। যখন বর্তমানে স্টারেরাররই পর্দায় ঝড় তুলছেন, তখন কেন বেছে নেওয়া হল দিশাকে! শাহরুখ কাজলকে দিয়েই কেন এর রিমেক করানো হল না! প্রশ্ন নেটিজেনদের, এভাবে কেন নষ্ট করা হল গানটিকে। 

আরও পড়ুন- পঞ্চমবার আবদ্ধ হলেন বিবাহবন্ধনে, বিয়ে করলেন অন্তঃসত্ত্বা পরীমণি

আরও পড়ুন- Mouni Roy : গ্র্যান্ড রিসেপশন বন্ধ, কারা কারা উপস্থিত থাকছেন মৌনির 'বিচ ওয়েডিং'-এ

আরও পড়ুন- Priyanka Chopra: সারোগেসিতে প্রিয়ঙ্কার কোলে এল কন্যাসন্তান, শুভেচ্ছার ঢল বলি তারকাদের

আবার অপর শ্রেণী বেজায় পছন্দ করেছেন দিশা পাটানির এই নতুন লুক। সেখানেই একের পর এক মুভে অনবদ্য লুকে ধরা দিয়েছিলেন তিনি। দিশার সেই হট পোজই এক কথায় বলতে গেলে বেশ ভক্তদের মন জয় করল। নব্বইয়ের দশকের হিট গানে দিশার উপস্থিতি এবার নিয়ে এলো অন্য ফ্লেভার। আসছে নতুন ওয়েব সিরিজ ইয়ে কালি কালি আঁখে (Yeh Kaali Kaali Ankhen)। সেই সিরিজের টাইটেল ট্র্যাকেই ঝড় তুললেন দিশা। তবে বেশ কিছুটা সমালোচনার মুখোমুখিও হতে হল দিশা পাটানিকে (Disha Patani)। গানের মাঝেই সংলাপ, আমার বন্ধু হবে! তবে নেট দুনিয়া যে বর্তমানে দুভাবে ভাগ, তা স্পষ্ট। একাংশ ভালো মতই বুঝিয়ে দিল, এই গানের রিমেক (Remix) মোটেই গ্রহণ যোগ্যতা পাবে না। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia