Lata Mangeshkar Health Update: 'গুজবে কান নয়', লতা মঙ্গেশকরের পরিবারের আবেদন

করোনায় আক্রান্ত হয়ে দুসপ্তাহ আগেই হাসপাতালে ভর্তি  হয়েছিলেন তিনি। তবে থেকেই চলছিল কঠিন লড়াই। খবর সামনে আসার পরই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিল ভক্তমহল।

Jayita Chandra | Published : Jan 23, 2022 3:24 AM IST

গত কয়েকদিন ধরেই সকলের নজর রয়েছে কিংবদন্তী প্রবাদপ্রতিম শিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) স্বাস্থ্যের দিকে (Health Update)। একের পর এক আপডেট আসতে থাকজে নিত্যদিন। করোনায় আক্রান্ত (Covid 19 Positive) হয়ে দুসপ্তাহ আগেই হাসপাতালে ভর্তি (Admitted To Hospital)  হয়েছিলেন তিনি। তবে থেকেই চলছিল কঠিন লড়াই। খবর সামনে আসার পরই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিল ভক্তমহল। মিলেছিল প্রতিটা মুহূর্তের নতুন বুলেটিন আপডেট, ঠিক কেমন আছেন তিনি! শরীরে রয়েছে বার্ধক্য জনিত সমস্যা, তার ওপর করোনা, কয়েকদিন আগেই তাঁকে বার করে নিয়ে আসা হয় ভেন্টিলেশন থেকে। প্রতিটা মুহূর্তে লতা মঙ্গেশকরের শরীরস্বাস্থ্যের যাবতীয় খবর ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়। এবার তা নিয়ে মুখ খুললেন পরিবার। লতা মঙ্গেশকরের পরিবারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে, কোনও রকমের গুজবে যেন সকলে কান না দেন। লতা মঙ্গেশকর এখনও আছেন আইসিইউ-তেই। চলছে চিকিৎসা। তবে শনিবারই সামনে এসেছিল খবর তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, অবস্থা এখন স্থিতিশীল। 

তবে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) বয়সের কথা মাথায় রেখে কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ চিকিৎসকদের টিম (Special Medical Team), তাই তাঁরা স্থির করেন, ভেন্টিলেশন থেকে বার করে নিয়ে আসা হলেও তাঁকে বর্তমানে রাখা হবে আইসিইউ-তেই (ICU)। সূত্রের খবর অনুযায়ী করোনার আক্রান্ত (COVID 19) হয়েছিলেন লতা মঙ্গেশকর তাঁর বাড়ির স্টাফের দ্বারাই। আশা ভোসলে (Asha Bhosle) এই খবর নিশ্চিত করে জানিয়ে ছিলেন যে, লতা মঙ্গেশকরের দ্রুত আরোগ্য কামনায় বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল। বর্তমানে করোনা পরিস্থিতির জন্য লতা মঙ্গেশকরের সঙ্গে কাউকেই সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছিল না। তাঁর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই একাধিক নিয়ম মেনে চলছি বাড়িতে থাকা প্রতিটা সদ্যই। তবুও বছরের শুরুতেই শরীরে থাবা বসিয়েছিল করোনা ভাইরাস। 

আরও পড়ুন- পঞ্চমবার আবদ্ধ হলেন বিবাহবন্ধনে, বিয়ে করলেন অন্তঃসত্ত্বা পরীমণি

আরও পড়ুন- Mouni Roy : গ্র্যান্ড রিসেপশন বন্ধ, কারা কারা উপস্থিত থাকছেন মৌনির 'বিচ ওয়েডিং'-এ

আরও পড়ুন- Priyanka Chopra: সারোগেসিতে প্রিয়ঙ্কার কোলে এল কন্যাসন্তান, শুভেচ্ছার ঢল বলি তারকাদের

দেশের বিভিন্ন মহল থেকে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) সুস্থতা কামনা করে বার্তা শেয়ার করা হচ্ছে, পরিবারের সকলেই অপেক্ষায় কবে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন লতাজি। তবে চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়ে দিয়েছে চিকিৎসক, কেবল দ্রুত সুস্থতার দিকে লক্ষ্য রেখেই রাখা হয়েছে আইসিইউতে। আশা করছেন তাঁরা, শীঘ্রই শারীরিক জটিলকা কাটিয়ে উঠবেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। চিকিৎসায় দ্রুত মিলছে সাড়া। এই খবরেই বর্তমানে স্বস্তি ফিরল ভক্তমহলে। এখন অপেক্ষায় দিনগোনা, কবে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন লতা মঙ্গেশকর। 

Read more Articles on
Share this article
click me!