ভারত সফরের মুখে বলিউডের প্রশংসায় ট্রাম্প, অনবদ্য ছবি শুভ মঙ্গল জ্যাদা সাবধান

Published : Feb 22, 2020, 03:07 PM IST
ভারত সফরের মুখে বলিউডের প্রশংসায় ট্রাম্প, অনবদ্য ছবি শুভ মঙ্গল জ্যাদা সাবধান

সংক্ষিপ্ত

প্রশংসার মুখে  শুভ মঙ্গল জ্যাদা সাবধান নেট দুনিয়ায় টুইট করলেন ডোলান ট্রাম্প সমাকামীতা প্রেক্ষাপটেই বাজিমাত সম্প্রতি মুক্তি পেয়েছে ছবি

আয়ুষ্মান খুরানার ছবি মানেই তা দর্শকদের মনে এক ভিন্ন দাগ কাটে। এবারও তার ব্যতিক্রম হল না। ছবি মুক্তি পেতেই তা রাতারাতি প্রশংসা পেল নেটিজেনদের থেকে। তাঁর অভিনীত একাধিক ছবি ও একাধিক চরিত্র বহুবার মানুষের মন জয় করেছে। সেই তালিকা থেকে বাদ পড়ল না শুভ মঙ্গল জ্যাদা সাবধান ছবি। তবে এবার ছবির প্রেক্ষাপটেই বাজিমাত। 

আরও পড়ুন-'জয় জয় কেদারা' গানে ভাইরাল হলেন অমিতাভ, শেয়ার করলেন ভিডিও

 

 

আয়ুষ্মান খুরানা অভিনীত ছবির প্রশংসা প্রথম দিনেই এল বিদেশ থেকে। সমকামীতা নিয়ে তৈরি ছবি ঘিরে তর্ক বিতর্কের উর্দ্ধে উঠে এবার নজর কাড়ল আয়ুষ্মান পিটার টাশেলের। পিটার টাশেল হলেন সমকামী আন্দোলোনের এক অন্যতম মূখ। যিনি বহুদিন ধরে এই সম্পর্ককে সমাজে জায়গা করে দেওয়ার জন্য লড়ে চলেছেন। সেই ব্যক্তির নজর কাড়ল এবার শুভ মঙ্গল জ্যাদা সাবধান। ছবির কথা টুইট করেল তিনি। 

আরও পড়ুন-গায়ে রং মেখে হট ছবিতে পোজ, নেটদুনিয়ায় উঠল ঝড়

আরও পড়ুন-লিফটের মধ্যে অন্তরঙ্গতায় মত্ত জনপ্রিয় অভিনেত্রী, নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিও

এখানেই প্রাপ্তী শেষ নয়। এই টুইটকেই এবার রিটুইট করে বসলেন ট্রাম। ভারত সফরে আসছেন ট্রাম্প। তার আগেই ভারতীয় ছবির প্রশংসা। আপত দৃষ্টিতে সুখকর হলেও, নেট দুনিয়ায় প্রশ্নও উঠছে অনেক। ভারত সফরের আগেই কেন এই টুইট। তবে কী ভারতীয়দের খুশি করার জন্যই এমন পদক্ষেপ! এমনই নানা প্রশ্ন দেখা দিলেও আয়ুষ্মান খুরানার জন্য এ যেন এক বড় প্রাপ্তী। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?