
দেখতে দেখতে পার হয়ে গেল একটা বছর। লকডাউনের মাঝেই তারকা পতনের স্মৃতি আজও অমলীন। পর পর দুই কিংবদন্তি অভিনেতাকে হারিয়েছিল দেশ। ইরফান খান, রাত পোহাতেই ঋষি কাপুর। কাপুর পরিবারে নেমে এসেছিল মুহূর্তে শোকের ছায়া। যা আজও ভোলার নয়। শনিবার সকাল থেকেই ঋষি কাপুরের স্মৃতিতে ভাসছে নেটদুনিয়া। শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে বলিউড সেলেব থেকে সাধারণ মানুষ। কাপুর পরিবারেও সকলেই ঋষি কাপুরের প্রথম মৃত্যু বার্ষিকীতে শোকে কাতুর।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নীতু কাপুর লেখেন- একটা দিনও কাটেনি যে দিন ঋষি কাপুরের মুখের হাসি, তাঁর উপদেশগুলো স্মৃতিতে ফেরেনি। পুরো পরিবার সারা বছর ধরে মুখের হাসিতে, খুশিতে ঋষি কাপুরকে বাঁচিয়ে রেখেছে হৃদয়ের মধ্যে। জীবন আর কখনই ঋষিকে ছাড়া আগের মত স্বাভাবিক হবে না।
এদিন ঋষি কাপুরের প্রথম মৃত্যুবার্ষিকীতে কাপুর ভিলায় উপস্থিত হতে দেখা যায় আলিয়া ভাটকে। ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুরও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, আমি যদি একবার শুনতে পেতাম তুমি আমায় ডাকছো! আবারও যতদিন না দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত তোমাকে এভাবেই স্মরণ করে যাব।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।