ঋষিহীন এক বছর পার, আজও স্মৃতিতে ভাসে তাঁর মুখের হাসি, আবেগঘন পোস্ট নীতুর

Published : May 01, 2021, 03:46 PM IST
ঋষিহীন এক বছর পার, আজও স্মৃতিতে ভাসে তাঁর মুখের হাসি, আবেগঘন পোস্ট নীতুর

সংক্ষিপ্ত

ঋষি কাপুরের প্রয়াণ দিবস চোখের জলে আবারও ভাসল কাপুর পরিবার একের পর এক আবেগঘন পোস্ট এলো সামনে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়

দেখতে দেখতে পার হয়ে গেল একটা বছর। লকডাউনের মাঝেই তারকা পতনের স্মৃতি আজও অমলীন। পর পর দুই কিংবদন্তি অভিনেতাকে হারিয়েছিল দেশ। ইরফান খান, রাত পোহাতেই ঋষি কাপুর। কাপুর পরিবারে নেমে এসেছিল মুহূর্তে শোকের ছায়া। যা আজও ভোলার নয়। শনিবার সকাল থেকেই ঋষি কাপুরের স্মৃতিতে ভাসছে নেটদুনিয়া। শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে বলিউড সেলেব থেকে সাধারণ মানুষ। কাপুর পরিবারেও সকলেই ঋষি কাপুরের প্রথম মৃত্যু বার্ষিকীতে শোকে কাতুর।

আরও পড়ুন- করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে মরিয়া সোনু, কোথাও ১১ কোথাও ১০ ঘণ্টার চেষ্টা বেডের জোগার 

 

 

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নীতু কাপুর লেখেন- একটা দিনও কাটেনি যে দিন ঋষি কাপুরের মুখের হাসি, তাঁর উপদেশগুলো স্মৃতিতে ফেরেনি। পুরো পরিবার সারা বছর ধরে মুখের হাসিতে, খুশিতে ঋষি কাপুরকে বাঁচিয়ে রেখেছে হৃদয়ের মধ্যে। জীবন আর কখনই ঋষিকে ছাড়া আগের মত স্বাভাবিক হবে না।

 

 

এদিন ঋষি কাপুরের প্রথম মৃত্যুবার্ষিকীতে কাপুর ভিলায় উপস্থিত হতে দেখা যায় আলিয়া ভাটকে। ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুরও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, আমি যদি একবার শুনতে পেতাম তুমি আমায় ডাকছো! আবারও যতদিন না দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত তোমাকে এভাবেই স্মরণ করে যাব।

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত