আমির খানের নায়িকার বাড়িতে আগুন, এখনও ভয় কাটেনি 'দঙ্গল' অভিনেত্রী ফাতিমার

Published : Dec 05, 2020, 09:41 PM IST
আমির খানের নায়িকার বাড়িতে আগুন, এখনও ভয় কাটেনি 'দঙ্গল' অভিনেত্রী ফাতিমার

সংক্ষিপ্ত

আমির খানের নায়িকার বাড়িতে আগুন তড়িঘড়ি দঙ্গল অভিনেত্রী ফাতিমা সানা শেখের বাড়িতে পৌঁছল দমকল বাড়িতে আগুন লাগলেও ফাতিমা সুস্থ, সবল আছেন বলেই জানা যাচ্ছে দমকল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা স্বীকার ফাতিমার

আমির খানের নায়িকার বাড়িতে আগুন। দঙ্গল অভিনেত্রী ফাতিমা সানা শেখের বাড়িতে আগুন লাগায় শোরগোল পড়ে বিনোদন জগতে। তবে তড়িঘড়ি দমকল পৌঁছতে পরিস্থিতির সামাল দেওয়া সম্ভব হয়। জানা যাচ্ছে, অভিনেত্রী সুস্থ এবং সবল রয়েছেন। নিজের ইস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে দমকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ফাতিমা।

বৃহস্পতিবার রাতে তাঁর মুম্বইয়ের বাড়িতে আগুন লাগে। তৎক্ষণাৎ দমকল কর্তৃপক্ষকে জানাতেই সেখানে এসে পৌঁছয় তারা। তারপরই পরিস্থিতি বাগে আনা হয় নিমেষে। ফাতিমা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, "সামান্য আগুন লেগে গিয়েছিল আমার বাড়িতে। কিছুটা ভয়ে রয়েছি। তবে দমকল কর্তৃপক্ষ যেভাবে গোটা বিষয়টি সামেলেছে তা সত্যি প্রশংসার যোগ্য।"


 

তিনি মুম্বই ফায়ার ব্রিগেডকে ধন্যবাদ জানিয়ে একটি ছবিও পোস্ট করেন। যেখানে ফায়ার ব্রিগেডের গাড়ির ছবিও দেখা যাচ্ছে। ফাতিমার বাড়িতে কীভাবে আগুন লাগে সে বিষয় কিছু খোলসা করেননি তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনি সুস্থ আছেন কি না সেই বিষয় কৌতূহল জাগছে ভক্তদের মনে। ফাতিমার পোস্টে অবশ্য খানিক স্বস্তিতে রয়েছে অনুরাগীরা। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

ধুরন্ধর ২-এ ফিরছেন অক্ষয় খান্না! মারা গিয়েও দ্বিতীয় পর্বে কীভাবে ফিরছেন 'রহমান বালোচ'?
অন্ধকার জগতের কাহিনি নিয়ে আসছে ভূমির এই নতুন সিরিজ, মুক্তি পেল 'Daldal'-র টিজার