
সম্প্রতি মুম্বইয়ের ব্যালার্ড স্টেট বহুতলে আগুন লাগার ঘটনা প্রকাশ্যে এসেছে। হঠাৎ করেই বহুতলে আগুন লেগেছে। খবর পাওয়ার পরই মুহূর্তের মধ্যে দমকল কর্মীরা সেই বিল্ডিংয়ে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।
আগুন লাগার পাশাপাশি চিন্তার বিষয় হল, মুম্বইয়ের ব্যালার্ড স্টেটের তৃতীয় তলায় রয়েছ এনসিবি-র অফিস। মুম্বই পুলিশ,বিহার পুলিশ, ইডি, সিবিআই-এর পর সুশান্তের মৃত্যু মামলা খতিয়ে দেখতে তদন্তভার নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বর্তমানে এই অফিসে বসেই সুশান্ত মামলার তদন্ত খতিয়ে দেখছে এনসিবি। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ থেকে গ্রেফতারি সমস্তটাই এই অফিসে সেরেছেন এনসিবি অফিসাররা। সুশান্ত মৃত্যুকান্ডের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নথিও রয়েছে এই এনসিবি-র দফতরে।
আরও পড়ুন-সত্যিই কি মাদককান্ডে ফাঁসবে সারা-শ্রদ্ধা, শীঘ্রই সমন পাঠাবে NCB...
সুশান্ত মামলার সমস্ত প্রমাণ এনসিবি দফতরে থাকায় ক্রমশ চাঞ্চল্য বাড়ছে। কোনওভাবে যদি প্রমাণ নষ্ট হয়, তাহলে সুশান্ত কেসের মোড় ঘুরে যেতে পারে বলেই মনে করছেন একাংশ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮৭ দিন পর গত ৮ সেপ্টেম্বর এনসিবি-র জেরায় গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। একাধিকবার এনসিবি-র জেরার মুখে পড়েই মাদক সেবনের কথা স্বীকার করেছেন অভিনেত্রী রিয়া। শুধু তাই নয়, বলিউডের ২৫ জন হাই প্রোফাইল তারকার নামও উঠে এসেছে রিয়ার জেরায়। তবে কীভাবে এই বহুতলে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।