ঠিক একশো দিন আগে মিলল চমক, এভাবেই বক্স অফিসে পা রাখবেন সলমন খান

Published : Sep 16, 2019, 01:48 PM IST
ঠিক একশো দিন আগে মিলল চমক, এভাবেই বক্স অফিসে পা রাখবেন সলমন খান

সংক্ষিপ্ত

প্রকাশ্যে সলমন খানের লুক এভাবেই বক্স অফিসে পা রাখবেন সলমন খান হাতে মাত্র তিন মাস ২০ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি

ঠিক একশো দিন পর এভাবেই বক্স অফিসে এন্ট্রি নেবেন সলমন খান, কয়েকদিন আগে এমনই একটা পোস্ট করেন সলমন খান। একের পর এক বিগ বাজেটের ছবি এখন সলমন খানের হাতে। তারই মধ্যে ইনশাল্লাহ ছেড়ে বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্তে রীতিমত শোক প্রকাশ করেছে তাঁর ভক্তগণ। কিন্তু একাধিক ছবির খবর নিয়ে হাজির ভাইজান এবার নিজেই শেয়ার করলেন তাঁর বক্স অফিসে আগামী এন্ট্রির এক ঝলক। মুহুর্তে ভাইরাল হল তা। 

আরও পড়ুনঃ বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে কোথায় গেলেন সলমন, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

এখন পুরো দমে চলছে দাবাং ৩ ছবির শ্যুটিং। তারই মধ্যে পোস্টার মুক্তি পেয়েছিল বেশ কিছু দিন হল। এবার সেই ছবিরই টাইটেল টিজারে মিলল সলমন খানের দেখা। সোয়্যাগ সে করেঙ্গে সবকা সওয়াগাত নয়, এবার নিজের এন্ট্রিকেই সওয়াগাত জানাতে বললেন সকলকে। সেই ভিডিও নিজেই শেয়ার করে নিলেন সকলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করা মাত্রই তা ভাইরাল হল এক মুহুর্তে। 

 

আরও পড়ুনঃ ৩৫-তম জন্মদিনে ফিরে দেখা আয়ুষ্মানের বক্স অফিসের সাফল্যের কিছু স্মৃতি

ছবির কাজ নিয়েই এখন বেজায় ব্যস্ত সলমন খান। দাবাং ত্রি ছবি নিয়ে সলমন খান কতখানি উত্তেজিত, তার এক ঝলক মিলেছিল কয়েকদিন আগেই। যখন বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে সলমন খান ছুঁটেছিলেন শ্যুটিং ফ্লোরে। পথ চলতে একাধিক সেলফিও তুলেছিলেন তিনি। এবার সেই ছবিতেই নিজের লুক প্রকাশ্যে নিয়ে এলেন সলমন খান। 

দাবাং ছবি গত দুই সিজেনেই বক্স অফিসে বিস্তর সাফল্য এনে দিয়েছে। ফলে ছবির তৃতীয় সিক্যুয়েল নিয়ে ভাইজান বেজায় আশাবাদী। নিজের হাতেই যেন সাজিয়ে তুলছেন ছবিটিকে। এই ছবি ঘিরে জল্পনা বিটাউনে প্রথম থেকই। সম্প্রতি শোনা যায় সলমন খান রাণু মণ্ডলকে দিয়ে গানও গাওয়াবেন এই ছবিতে। কিন্তু তা কতটা সত্য সে বিষয় এখনও প্রকাশ্যে কিছু জানাননি সলমন খান। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। 

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল