কথা বলা তো দূর, করিনা-করণ জোহর মুখ দেখাদেখি পর্যন্ত ছিল না- কারণ জানলে অবাক হবেন

Published : Jun 21, 2022, 01:43 PM IST
কথা বলা তো দূর, করিনা-করণ জোহর মুখ দেখাদেখি পর্যন্ত ছিল না- কারণ জানলে অবাক হবেন

সংক্ষিপ্ত

করণ তাঁর লেখা 'দ্য আনসুটেবল বয়' বলে বলেছেন করিনার সঙ্গে তাঁর প্রায় এক বছর কথা ছিল না।  আর আর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

করণ জোহর- বলিউডে সকলেই বন্ধু হিসেবে পরিচিত। তাঁর পার্টিগুলি দেখলেই তা স্পষ্ট হয়ে যায়। বলি-স্টারদের মনের মণিকোঠায় থাকেন করণ। কিন্তু আপনি জানেন কী সেই করণ জোহরের সঙ্গেই করিনা কাপুর প্রায় এক বছর কথা বলেননি। শুধু কথা বন্ধ নয়- দুজনের মুখদেখা দেখিও প্রায় বন্ধ ছিল। আর করিনার সঙ্গে এই মনোমালিন্যের কারণ নিজের বইতেই লিখেছেন করণ। 

করণ তাঁর লেখা 'দ্য আনসুটেবল বয়' বলে বলেছেন করিনার সঙ্গে তাঁর প্রায় এক বছর কথা ছিল না।  আর আর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।  বলেছেন কাল হো না হো - ছবির জন্য করণ জোহর যোগাযোগ করেছিলেন করিনার সঙ্গে। কিন্তু সেই ছবিতে অভিনয় করতে চাননি করিনা। তিনি প্রায় শাহরুখ খানের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন। যা নিয়ে রীতিমত হতাশ হন করণ। আর সেই সময় করণের ফোনও ধরেননি করিনা। 

আদিত্য চোপড়ার সহকারী ছিলেন কুণাল কোহলি। তাঁর নির্দেশনায় মুক্তি পেয়েছিলেন মুঝসে দোস্তি করোগে। ছবিটি ফ্লপ হয়েছিল। তাই করিনা করণের সহকারী নিখিল আডবানীকেও বিশ্বাস করতে পারেননি। সেই জন্যই তিনি ঘুরপথে না বলে দিয়েছিলেন বলে মনে করেন করও। 

করণ আরও বলেছেন মুঝসে দোস্তি করোগে- ছবিটি প্রকাশের মাত্র এক সপ্তাহ পরেই তিনি করিনাকে ফোন করেছেন।  কিন্তু করিনার আচরণ আগের মত ছিল না বলেও জানিয়েছেন তিনি। প্রায় এক বছর করিনা করণ জোহরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। একাধিক পার্টিতে দেখা হলেও কোনও বাক্যালাপ হয়নি।  দুজনেই মুখ ঘুরিয়ে চলে যেত। করণ জোহরের জন্মদিনের পার্টিতেই করিনা তাঁর সঙ্গে কথা বলেছিলেন। করণ জানিয়েছেন সেই সময় তাঁরা দুজনেই শিশুর মত আচরণ করেছিলেন। 

করণ আরও জানিয়েছেন করিনা যদি কাল হো না হো-তে অভিনয় করতেন তাহলে সেটি তাঁর কেরিয়ারে একটি বড় ছবি হত। কারণ সকলেই জানে কাল হো না হো-র বক্স অফিস সাফল্য। ছবিটি একাধিক পুরস্কারও পেয়েছিল। 
 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত