Pray For Lata Mangeshkar: রবিনা, আফতাব থেকে শুরু করে ভক্তকূল, গোটা দেশ জুড়ে প্রার্থনা, 'এ লড়াই জিততেই হবে'

বাগদেবীর ছবির সঙ্গে লতা মঙ্গেশকরের ছবি জুড়ে ঝড়ের বেগে পোস্ট ভাইরাল একের পর এক ভক্তের। সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুর সুর-সম্রাজ্ঞী, সকলের মুখে এখন এই একটাই প্রার্থনা। 

সরস্বতীর আশির্বাদ যাঁর মাথায়, সরস্বতী পুজোর (Saraswati Puja) দিনই তাঁকে ঘিরে এমন সংবাদ, নেট দুনিয়ায় বাগদেবীর ছবির সঙ্গে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) ছবি জুড়ে ঝড়ের বেগে পোস্ট ভাইরাল একের পর এক ভক্তের। সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুর সুর-সম্রাজ্ঞী, সকলের মুখে এখন এই একটাই প্রার্থনা (Pray For Speedy Recovery)। বেশ কয়েকদিন ধরেই একের পর এক ভালো খবর সামনে আসছিল হাসপাতাল থেকে, কখনও করোনা নেগেটিভ (COVID 19 Negative) হওয়া, কখনও আবার ভেন্টিলেশন থেকে বার করে নিয়ে আসা, লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রতি মুহূর্তের আপডেট ভাইরাল এখন নেট দুনিয়ায়। সকলেই অপেক্ষায় ছিলেন কখন বাড়ি ফিরবেন এই সেলেব। কিন্তু তারই মাঝে মিলল মন খারাপ করা খবর, ভালো নেই ভারতের নাইটেঙ্গেল। খবর সামনে আসতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। মুহূর্তে বলিউড সেলেব রবিনা টন্ডল সোশ্যাল মিডিয়ায় লেখেন- ভারতের নাইটেঙ্গেল লতা মঙ্গেশকরের দ্রুত সুস্থতা কামনা করি। 

 

Latest Videos

 

একইভাবে বলিউড অভিনেতা আফতাব শিবদর্শণী লেখেন, লতা মঙ্গেশকরের সুস্থতার জন্য প্রার্থনা করি, তিনি সত্যিকারের একজন লেজেন্ড ও ভারতের রত্ন। 

 

 

রোহিত আনন্দ লেখেন, লতা মঙ্গেশকর ম্যামের দ্রুত সুস্থতা কামনা করি। এছাড়াও ভক্তদের নানান পোস্টে ভরতে থাকে নেট দুনিয়া। একই ভাবে পোস্ট করেন সাধারণ মানুষেরা, সকলের মুখে একটাই কথা এই লড়াই জিততেই হবে। 

 

 

সরস্বতী পুজোর দিন অসুস্থতার খবর আসে সামনে, নিতেশ ভাট নামক এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় জানান, দ্রুত সুস্থতা কামনা করি লতা মঙ্গেশকরের, মা সরস্বতীর আশির্বাদ যেন সদা থাকে তাঁর ওপর।

 

এদিন খবর সামনে আসা মাত্রই বেশ কিছু রাজনীতিবিদদের হাসপাতালে আনাগোনা দেখা যায়। তবে সেই তালিকাতে ছিল না কোনও বলিউড স্টার। করোনার কারণে কারুর সঙ্গে দেখা করা ছিল নিষেধ, সেই সূত্রেই কারুর দেখা মেলে না এদিন বিকেল পর্যন্ত। লতা মঙ্গেশকরের বাড়ি থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত বিচ ক্যান্ডি হাসপাতাল, এখানেই তাই বারে বারে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় লতা মঙ্গেশকরকে। কয়েকদিন আগেই তাঁকে ভেন্টিলেশন থেকে বার করে নিয়ে আসা হয়। লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) বয়সের কথা মাথায় রেখে কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ ছিলেন চিকিৎসকদের টিম (Special Medical Team), তাই তাঁরা স্থির করেছিলেন, ভেন্টিলেশন থেকে বার করে নিয়ে আসা হলেও তাঁকে রাখা হবে আইসিইউ-তেই (ICU)। সূত্রের খবর অনুযায়ী করোনার আক্রান্ত (COVID 19) হয়েছিলেন লতা মঙ্গেশকর তাঁর বাড়ির স্টাফের দ্বারাই। তবে চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়ে দিয়েছিলেন চিকিৎসক, কেবল দ্রুত সুস্থতার দিকে লক্ষ্য রেখেই রাখা হয়েছে আইসিইউতে রাখা হয়েছিল। তবে হঠাৎই ঘটে ছন্দপতন। তবে ডাক্তার প্রতীত সমদানির কথায় চলছে অ্যাগ্রেসিভ থেরাপি, এখনও পর্যন্ত টলারেটিং প্রসিডিউরে সুর-সম্রাজ্ঞী। খবর সামনে আসা মাত্রই বিচ ক্যান্ডি হাসপাতালের সামনে বাড়ানো হয় নিরাপত্তা। নেট দুনিয়ায় ভক্তদের প্রার্থনার পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়তে থাকে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury