Gangubai Kathiawadi: কবে মুক্তি পাবে ছবির ট্রেলার, বহু প্রতিক্ষীত ছবির ট্রেলার মুক্তির পথে

ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আলিয়া ভাটকে। ছবির মুখ্য চরিত্র 'গাঙ্গুবাঈ'-এর জন্য নিজেকে যেন অন্যভাবে সাজিয়েছেন আলিয়া ভাট। এবার সামনে এলো এই ছবির ট্রেলার মুক্তির দিন।

দীর্ঘ প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (gangubai kathiawadi)  নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। পরিচালক সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Banshali) জন্মদিনের দিন মুক্তি পেয়েছিল বহুলচর্চিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' র (gangubai kathiawadi) পোস্টার। ছবির ফার্স্ট লুক পোস্টারেই নজর কেড়েছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। মুহূর্তের মধ্য়ে আলিয়ার ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল সর্বত্র। সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Banshali) ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (gangubai kathiawadi) মুক্তি নিয়ে অপেক্ষা যেন শেষই হচ্ছিল না। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী আলিয়া ভাটকে (Alia Bhatt)। ছবির মুখ্য চরিত্র  'গাঙ্গুবাঈ'-এর জন্য নিজেকে যেন অন্যভাবে সাজিয়েছেন আলিয়া ভাট। কয়েকদিন আগেই সামনে আসে এই ছবি মুক্তির দিন। এবার সামনে এলো ছবির দ্বিতীয় পোস্টার-সহ ট্রেলার মুক্তির দিন।

গত দুবছর ধরে এই ছবির অপেক্ষার পালা শেষ হচ্ছে না। করোনার লকডাউনের কোপে ভয়ানক পরিস্থিতির মুখে পড়তে হয়, দু-দুবার সেট ভেঙে সেট তৈরিতে হয়েছে ব্যপক ক্ষতি। এবার খানিক স্বস্তি ফিরেছিল পরিস্থিতি স্বাভাবিক, ছবি মুক্তির দিন হয়েছিল স্থির, ৬ জানুয়ারি মুক্তির কথা ছিল এই ছবির, তারই জন্য চলছিল অপেক্ষা, তবে আবারও নিরাশ হতে হয় ভক্তদের। ৭ জানুয়ারী মুক্তির কথা আর.আর.আর। দুই ছবিতেই রয়েছেন অজয় দেবগণ ও আলিয়া ভাট। তবে দুই ছবিরই বক্স অফিস সাফল্য বেশ ভালো হওয়ার সম্ভাবনা। এবার সেই পথেই গাঙ্গুবাঈ কাতিওয়াদি ছবি, ৪ ফেব্রুয়ারি প্রকাশ্যে আসতে চলেছে ছবির ট্রেলার। এই খবরেই এবার ভক্তমনে খুশির হাওয়া।

Latest Videos

 

আরও পড়ুন-Ananya Panday : ডি গ্ল্যাম লুকে গর্জিয়াস অনন্যা, হট লুকে বক্ষ-বিভাজিকায় ঝড় তুললেন বলি নায়িকা

আরও পড়ুন-Deepika Padukone: ঠেলে বেরোচ্ছে বুকের খাঁজ, শর্ট ড্রেস পরতেই চরম ট্রোলড দীপিকা

আরও পড়ুুন-'ঠোঁটে কি বোলতা কামড়েছে', চরম কটাক্ষের মুখে অর্জুনের প্রেমিকা, কড়া জবাব গাব্রিয়েলার

তাই মুখোমুখী লড়াই থেকে এবার সরে দাঁড়িয়েছিলেন বণশালী। স্থির করেছিলেন পিছিয়ে দেওয়া হবে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি-র মুক্তি। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে ধাক্কা। রাজামৌলির ছবির জন্যই এই সিদ্ধান্ত, সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদও জানালেন তিনি। তবে করোনার তৃতীয় ঢেউয়ের কোপে দুই ছবির মুক্তিই হয়ে যায় স্থগিত। তবে এবার ধীরে ধীরে ছন্দে ফেরার পালা। ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাস জুড়ে একাধিক ছবি মুক্তির দিন স্থির হয়েছে, তারই মাঝে সামনে এলো নতুন তারিখ। ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। ছবিতে আলিয়ার চমক সকলের নজর কাড়ে। পুরোনো ছক ভেঙে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন  আলিয়াও। কপালে বড় লাল টিপ, চোখে মোটা কাজল পরে পুরো অন্য বেশে ধরা দিয়েছেন তিনি। তার চোখে মুখে এক বিদ্রোহী নারীর ছাপ ফুটে উঠেছে। ছবির গল্পে দেখা যাবে কীভাবে একজন মেয়ে ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে। আর সেই গল্পই ফুটে উঠবে বড়পর্দায়। উল্লেখ্য, 'গাঙ্গুবাঈ'কে মুম্বইয়ের মাফিয়া কুইনও বলা হয়। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী